ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

ভেঞ্চার ক্যাপিটাল, ই-কর্মাস থেকে কর অব্যহতির আহ্বান

আইসিটি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৩ ঘণ্টা, অক্টোবর ৫, ২০১৬
ভেঞ্চার ক্যাপিটাল, ই-কর্মাস থেকে কর অব্যহতির আহ্বান

বাংলাদেশ জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) চেয়ারম্যান নজিবুর রহমানের সাথে মতবিনিময় করেছেন ভেঞ্চার ক্যাপিটাল অ্যান্ড প্রাইভেট ইক্যুইটি অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ভিসিপিইএবি) এর প্রতনিধিরিা।

ভিসিপিইএবি সভাপতি এবং ফেনক্স ভেঞ্চার ক্যাপিটালের ব্যবস্থাপনা পরিচালক ও জেনারেল পার্টনার শামীম আহসানের নেতৃত্বে মঙ্গলবার (৪ অক্টোবর) এনবিআর কার্যালয়ে অনুষ্ঠিত এই সভায় বাংলাদেশে ভেঞ্চার ক্যাপিটাল ও প্রাইভেট ইক্যুইটির ভবিষ্যত কর্মপন্থা নিয়ে আলোচনা হয়।

এসময় এনবিআর চেয়ারম্যান ভিসিপিইএবি’র ভালো উদ্যোগগুলোকে সমর্থন জানিয়ে সংগঠনটিকে এগিয়ে নিতে প্রয়োজনীয় সব ধরনরে সহযোগিতা দয়োর আশ্বাস দেন।
সভায় ভিসিপিইএবি সভাপতি শামীম আহসান বলেন, গুগল, ফেসবুকসহ বিশ্বের শীর্ষস্থানীয় প্রতষ্ঠিানগুলোর বর্তমান অবস্থানে আসতে র্সবোচ্চ ভূমিকা ছিল ভেঞ্চার ক্যাপিটাল প্রতিষ্ঠানের।

এনবিআর’র সহায়তায় বাংলাদেশি প্রতিষ্ঠানগুলোর অবস্থান উন্নয়নেও ভেঞ্চার ক্যাপিটাল কোম্পানি একইভাবে কাজ করবে।

তিনি আরও বলেন, ভেঞ্চার ক্যাপিটাল প্রতিষ্ঠানগুলোতে (ফান্ড ব্যাবস্থাপনা পর্যায়) তিন দফা ট্যাক্স  (উদ্যোক্তা পর্যায়, ফান্ড ব্যাবস্থাপনা পর্যায় ও বিনিয়োগকারী পর্যায়) থাকায় স্থানীয় পর্যায়ে আমাদের সফটওয়্যার ও আইটি সেবা খাত থেকে নির্ধারিত লক্ষ্যমাত্রা অর্জনের পথে বাধা হয়ে থাকল।

এই বাধা দুরীকরণে ফান্ড ব্যাবস্থাপনা পর্যায়ে ২০২১ সাল পর্যন্ত আয়কর অব্যহতি করা প্রয়োজন। অপরদিকে  ই-কমার্স ও অনলাইন শপিং থেকে ২০২৪ সাল পর্যন্ত কর অব্যহতি থাকা সত্ত্বেও গত বাজেটে এ সুবিধা তুলে দেওয়া হয়েছে।

ফলে তথ্যপ্রযুক্তির সম্ভাবনাময় এ খাতটি আয়করের আওতায় চলে এসেছে। আমরা এ খাত থেকেও  কর অব্যাহতি পূনর্বহালের অনুরোধ জানাচ্ছি।

অনুষ্ঠিত এই মতবিনিময় সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পারভেজ ইকবাল, এনবিআর এর ট্যাক্স পলিসি সদস্য, ভিসিপিইএবি’র সহ-সভাপতি ও সিফ বাংলাদেশ ভেঞ্চারের ব্যবস্থাপনা পরিচালক জিয়া ইউ আহমেদ, ভিসিপিইএবি’র মহাসচিব ও বিডি ভেঞ্চার লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক শওকত হোসেন।

বাংলাদশে সময়: ১৯৩২ ঘণ্টা, অক্টোবর ০৫, ২০১৬
এসজেডএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।