ঢাকা, শুক্রবার, ১৭ কার্তিক ১৪৩১, ০১ নভেম্বর ২০২৪, ২৮ রবিউস সানি ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

শিক্ষার্থীদের মাইক্রোসফট সার্ভিস ইঞ্জিনিয়ার শেখার সুযোগ

আইসিটি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১১ ঘণ্টা, অক্টোবর ৬, ২০১৬
শিক্ষার্থীদের মাইক্রোসফট সার্ভিস ইঞ্জিনিয়ার শেখার সুযোগ

দেশের বিভিন্ন জেলার প্রান্তিক পর্যায়ের শিক্ষার্থীদের মাইক্রোসফটের সার্ভিস ইঞ্জিনিয়ার প্রশিক্ষন লাভের সুযোগ করে দিচ্ছে ইয়াং বাংলা।   সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশন (সিআরআই) এর তারুণ্যের প্ল্যাটফর্ম ইয়াং বাংলা এবং মাইক্রোসফট বাংলাদেশের যৌথ উদ্যোগে এই প্রশিক্ষণ কর্মসূচি শুরু হয়েছে।

এরইমধ্যে জামালপুর, নীলফামারী, পঞ্চগড় ও ব্রাহ্মণবাড়িয়ায় ৫০ জন করে প্রায় ২০০ শিক্ষার্থী এই প্রশিক্ষণ লাভ করেছে। প্রশিক্ষণ শেষে শিক্ষার্থীরা ইয়াং বাংলা ও মাইক্রোসফটের সনদও পেয়েছে।
 
এই কর্মসূচির উদ্দেশ্য তরুণদের আইটি প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নে উপযুক্ত করে তোলা।

সংশ্লিষ্ট সুত্র জানায়, প্রত্যেক প্রশিক্ষণ কর্মসূচিতে সব পর্যায়ের তরুণদের উপস্থিতি লক্ষণীয়। এখানে সাধারণ ছাত্র-ছাত্রী ছাড়াও ইয়াং বাংলায় নিবন্ধিত স্বেচ্ছাসেবকরাও প্রশিক্ষণ নেওয়ার সুযোগ পাচ্ছেন।
 
এই প্রশিক্ষণ কর্মসূচিতে কম্পিউটার বিষয়ক মৌলিক জ্ঞান ছাড়াও নিত্যনৈমিত্তিক সমস্যাগুলোর সমাধান শেখানো হয়।
 
মাইক্রোসফট বাংলাদেশের ম্যানেজিং ডিরেক্টর সোনিয়া বশির কবির এই প্রসঙ্গে বলেন, এই কর্মসূচির মাধ্যমে আমরা সারাদেশের তৃণমূল পর্যায়ের তরুণদের মাঝে তথ্যপ্রযুক্তির শিক্ষা ছড়িয়ে দিতে চাই।

বাংলাদেশ সময়: ২০১০ ঘণ্টা, অক্টোবর ০৬, ২০১৬
এসজেডএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।