ঢাকা, শুক্রবার, ১৭ কার্তিক ১৪৩১, ০১ নভেম্বর ২০২৪, ২৮ রবিউস সানি ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

ডট বাংলা’র অপারেশনের সিদ্ধান্ত আগামী সপ্তাহে

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২৪ ঘণ্টা, অক্টোবর ৬, ২০১৬
ডট বাংলা’র অপারেশনের সিদ্ধান্ত আগামী সপ্তাহে

ঢাকা: মাতৃভাষার নামে বহুল প্রতীক্ষিত ‘.বাংলা’ ডোমেইন অপারেশনাল কাজের সিদ্ধান্ত আগামী সপ্তাহে জানাবে বাংলাদেশ টেলি কমিউনিকেশন্স কোম্পানি লিমিটেড (বিটিসিএল)।
 
পশ্চিমবঙ্গ এবং সিয়েরালিওনকে পেছেনে ফেলে ‘.বাংলা’ ডোমেইন চালু করার জন্য বুধবার (০৬ অক্টোবর) আন্তর্জাতিক সংস্থার কাছে অনুমোদন পায় বাংলাদেশ।


 
অনুমোদনের পর ডোমেইন চালু বা অপারেশনাল কাজের জন্য প্রস্তুতি রয়েছে বলে জানিয়েছে ডোমেইনের কারিগরি বিষয়াদি পরিচালনা দায়িত্বে থাকা সংস্থা বিটিসিএল।
 
বিটিসিএলের পরিচালক (জনসংযোগ ও প্রকাশনা) মীর মোহাম্মদ মোরশেদ বৃহস্পতিবার বাংলানিউজকে বলেন, অপারেশনের জন্য আগে থেকেই আমরা প্রস্তুত।
 
ডোমেইন কেনার জন্য এখন গ্রাহকদের বিটিসিএলের কাছে নিবন্ধন করতে হবে বলে জানান মীর মোরশেদ।
 
তিনি বলেন, নিবন্ধনের রেট কত হবে এবং কী প্রক্রিয়া- এসব বিষয়ে ডাক ও টেলিযোগাযোগ বিভাগে প্রস্তাব পাঠানো হবে।  
 
অপোরেশনের আগে নিবন্ধনের রেট জানানো হবে জানিয়ে বিটিসিএল পরিচালক বলেন, আশা করছি আগামী সপ্তাহে তা চূড়ান্ত করতে পারবো।  
 
গ্রাহকরা স্বল্প খরচে রাষ্ট্রীয় এ মর্যাদাপূর্ণ ডোমেইনে নিবন্ধন করতে পারবেন বলে জানায় বিটিসিএল।  
 
ডোমেইন চালুর জন্য ডোমেইন নেম পরিচালনাকারী সংস্থা ইন্টারনেট করপোরেশন ফর অ্যাসাইন্ড নেমস অ্যান্ড নাম্বারস (আইসিএএনএন) অনুমোদন দিয়ে থাকে।
 
আইসিএএনএন’র তথ্যানুযায়ী বর্তমানে বিশ্বের ৬০ শতাংশ ইন্টারনেট ব্যবহারকারী নিজস্ব ভাষার মাধ্যমে ইন্টারনেটে প্রবেশ করে।  
 
বাংলা ভাষার নামে ডোমেইন চালুর জন্য ২০১০ সালের ২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডাক ও টেলিযোগাযোগ বিভাগকে নির্দেশনা দেন।  
 
‘.বাংলা’ (.bangla) চালুর ফলে বাংলাদেশ এবং বিশ্বের বাংলা ভাষাভাষী মানুষ মাতৃভাষায় ইন্টারনেটে প্রবেশ ও ব্যবহার করতে পারবে।  
 
এর ফলে ইন্টারনেটে বাংলা ভাষার ব্যবহার বৃদ্ধিসহ বাংলা কনটেন্ট তৈরি উৎসাহিত হবে বলে মনে করে টেলিযোগাযোগ বিভাগ।  
 
বাংলাদেশ সময়: ২১১৬ ঘণ্টা, অক্টোবর ০৬, ২০১৬ 
এমআইএইচ/এসএইচ

**ডট বাংলা ডোমেইন পেলো বাংলাদেশ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।