ঢাকা: খুব বেশিদিন হয়নি বাজারে এসেছে স্যামসাংয়ের বহু আকাঙ্ক্ষিত গ্যালাক্সি নোট-৭। এরপরই ঘটতে থাকে বিপত্তি।
প্রযুক্তিপ্রেমীদের দুশ্চিন্তা কমাতে সাময়িকভাবে বিক্রি বন্ধ রাখে অন্যতম টেক জায়ান্ট স্যামসাং। সমস্যা আমলে নিয়ে পরবর্তীতে নতুন করে বাজারে ছাড়া হয় নোট-৭। কিন্তু ততোদিনে যা ঘটার ঘটে গেছে। আতঙ্ক ছড়িয়ে পড়ে জনমনে। বিভিন্ন এয়ারলাইনস ডিভাইসটি বহনে নিষেধাজ্ঞা জারি করে। সবকিছু মিলিয়ে টেক-দুনিয়ায় বেশ সমালোচনার মুখে পড়ে স্যামসাং।
এখন নতুন খবর, প্রতিষ্ঠানটি নোট-৭ উৎপাদন সাময়িকভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে।
এদিকে, দ্বিতীয় ধাপে স্যামসাংয়ের পক্ষ থেকে রিপ্লেস করা নোট-৭ দেশে ঢুকতে না দেওয়ার কথা জানিয়েছে যুক্তরাষ্ট্র ও অস্ট্রেলিয়া।
গত আগস্টে বাজারে আসা নোট-৭ এর বিরুদ্ধে ব্যাটারি অতিরিক্ত গরম হওয়াসহ বিস্ফোরণের অভিযোগ আনেন ব্যবহারকারীরা। সমস্যাচিহ্নিত ডিভাইসগুলো রিপ্লেসও করে দেওয়া হয়। সেগুলো ঠিকঠাক থাকলে হয়তো এ যাত্রা পার পেয়ে যেতো স্যামসাং। কিন্তু বিধিবাম! রিপ্লেস করা নতুন নোট-৭ এর ক্ষেত্রেও একই অভিযোগ এনেছেন বেশ কয়েকজন ব্যবহারকারী। এর পরপরই উৎপাদন বন্ধ রাখার ঘোষণা দেয় স্যামসাং।
বাংলাদেশ সময়: ১০৩৯ ঘণ্টা, অক্টোবর ১০, ২০১৬
এসএনএস