ঢাকা: এবার স্থায়ীভাবেই নোট ৭ উৎপাদন বন্ধ ঘোষণা করেছে স্যামসাং। মাত্র একদিন আগেই প্রাথমিকভাবে বন্ধের কথা বলা হলেও পরিস্থিতি আর জায়গায় দাঁড়াতে দিলো না দক্ষিণ কোরিয়ার প্রযুক্তি প্রতিষ্ঠানটিকে।
হ্যান্ডসেটটি বিক্রি বন্ধের ঘোষণার কয়েক ঘণ্টা পর মঙ্গলবার (১১ অক্টোবর) এটি স্থায়ীভাবে উৎপাদন বন্ধের ঘোষণা দেয় স্যামসাং।
এ বিষয়ে দেওয়া বিবৃতিতে তারা জানায়, ক্রেতাদের নিরাপত্তার বিষয়ে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে নোট ৭ হ্যান্ডসেটটি স্থায়ীভাবে উৎপাদন ও বিক্রি বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এদিকে, মঙ্গলবার বিশ্ববাজারে স্যামসাংয়ের শেয়ারের মূল্য একদিনে সর্বোচ্চ ৮ শতাংশ কমে যাওয়া খবর পাওয়া গেছে।
**অবশেষে নোট ৭ বিক্রি বন্ধ করলো স্যামসাং
** নোট-৭ উৎপাদন বন্ধ রাখছে স্যামসাং
বাংলাদেশ সময়: ১৬১৮ ঘণ্টা, অক্টোবর ১১, ২০১৬
জেডএস