ঢাকা, রবিবার, ২৭ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

এখনই ডটকমে বন্ধু দিবস

আইসিটি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৬ ঘণ্টা, আগস্ট ৬, ২০১১
এখনই ডটকমে বন্ধু দিবস

ইন্টারনেটনির্ভর ডিজিটাল বিপণন প্রতিষ্ঠান ‘এখনই ডটকম’ এর ফেসবুক প্রতিযোগিতার বিজয়ী প্রতিযোগীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। আয়োজক সূত্র এ তথ্য জানিয়েছে।



বন্ধু দিবস উপলক্ষে এখনই ডটকম এ প্রতিযোগিতার আয়োজন করে। এতে এখনই ডটকমের ফেসবুক সদস্যরা অংশগ্রহণ করছেন।

এ প্রতিযোগিতায় তিনজন বিজয়ী হলেন সামিউল মেহাদী, সুমাইয়া তাবাসসুম এবং প্রত্যয় ওয়াহাব। এখনই ডটকম ফেসবুকের তিন বিজয়ী সদস্য জিতে নেন ‘ফ্রি ফ্রেন্ডশীপ ট্রিটের ফ্রি কুপন। এই ফ্রি কুপন দিয়ে বিজয়ীরা তাদের পরিবার ও বন্ধুবান্ধব সবাইকে নিয়ে বিনামূল্যে আইসক্রীম উপভোগ করতে পারবেন।

এখনই ডটকম গ্রাহকদের বিভিন্ন পণ্য ও সেবায় ডিসকাউন্ট দিয়ে থাকে। ডিজিটাল মার্কেটিংয়ের নতুন এ ধারা এদেশে বেশ আলোচিত হচ্ছে।

বাংলাদেশ সময় ১৭০৪ ঘণ্টা, আগস্ট ৬, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।