ঢাকা, শুক্রবার, ১৭ কার্তিক ১৪৩১, ০১ নভেম্বর ২০২৪, ২৮ রবিউস সানি ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

ফোরকে এইচডিআর টিভি

আইসিটি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪১৮ ঘণ্টা, অক্টোবর ১৪, ২০১৬
ফোরকে এইচডিআর টিভি

সর্বাধুনিক প্রযুক্তি সংবলিত নিত্য-নতুন পণ্য উপভোগ করা যাদের নেশা, সনি বরাবরই তাদের কথা ভেবে ঐরুপ পণ্য প্রকাশ করে থাকে। এবারও অসাধারণ কিছু প্রযুক্তির মিশেলে ৬৫ ইঞ্চি পরিমাপের একটি টিভির ঘোষণা দিয়েছে।

যেটার বিশেষ আকর্ষন ফোরকে এইচডিআর প্রযুক্তি।

বৃহস্পতিবার সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে নতুন ব্রেভিয়া জেড৯ডি টিভি’র কথা প্রকাশ করে জাপানের এই ইলেকট্রনিক প্রতিষ্ঠান।

টিভিটিতে নতুন অবজেক্ট-বেজড হাই ডাইনামিক রেঞ্জ (এইচডিআর), ডেটাবেজ দ্বিগুণ প্রসেসিং এবং ফোরকে এইচডিআর বিট ম্যাপিং প্রযুক্তি যুক্ত করা হয়েছে। যার ফলে সাউন্ড কোয়ালিটি থেকে শুরু করে প্রসেসিং ক্ষমতা, ছবি সবকিছুই হবে অধিকতর উন্নত।  

ব্রেভিয়া জেড৯ডি সম্পর্কে আরো বলা হয়েছে, ফোরকে এইচডিআর প্রযুক্তি ছাড়াও ব্যাকলাইট এর অনন্য প্রযুক্তি যেটি ‘ব্যাকলাইট মাস্টার ড্রাইভ’ হিসেবেও পরিচিত।

বর্তমান ফোরকে প্রসেসর এক্স এর তুলনায় নতুন ফোরকে এইচডিআর প্রসেসরএক্স১ তাৎক্ষণিক সময়ে ৪০ শতাংশ বেশি ইমেজ প্রসেসিং করতে পারে। ফলে ফোরকে এইচডিআর প্রযুক্তি ব্যবহারকারীদের উপভোগের মাত্রা বাড়িয়ে দেয় ব্যাপকভাবে।  

এছাড়া ফোরকে এইচডিআর এর সম্ভাব্য সবকিছু ফুটিয়ে তুলতে ব্যাকলাইট মাস্টার ড্রাইভ টিভির ব্রাইটনেস এবং কনট্রাস্ট বৃদ্ধি করে।

জেড৯ডি চলে অ্যান্ড্রয়েড টিভি ভার্সন ৬.০ মার্শম্যালোতে, এটি ব্যবহারকারীকে মুভি, অ্যাপ, গেম সহ বিভিন্ন জিনিস খুজে পেতে সাহায্য করে। ইউএসবি ড্রাইভের মাধ্যমে মেমোরি বাড়ানোর সুবিধাও রয়েছে।

এছাড়া গুগল কাস্ট থাকায় ব্যবহারকারীরা খুব সহজে তাদের স্মার্টফোন কিংবা ট্যাব থেকে কনটেন্ট পাঠাতে পারে টিভিতে।  

১৫ অক্টোবর থেকে ৩১ অক্টোবর পর্যন্ত এর প্রি অর্ডার চলবে। ভারতের বাজারে ব্রেভিয়া জেড৯ডি এর দাম ৫ লাখ ৪ হাজার ৯৯০ রুপি।

বাংলাদেশ সময়: ০৪১৫ ঘণ্টা, অক্টোবর ১৪, ২০১৬

এসজেডএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।