যুক্তরাষ্ট্রের বিমানে আনুষ্ঠানিকভাবে নিষিদ্ধ করা হলো স্যামসাং’র গ্যালাক্সি নোট-৭। যুক্তরাষ্ট্র সরকারের তিনটি নিয়ন্ত্রণ সংস্থা যথাক্রমে ডিপার্টমেন্ট অব ট্রান্সপোর্টেশন, ফেডারেল এভিয়েশন ডিপার্টমেন্ট এবং পাইপলাইন ও বিপজ্জনক বস্তু নিরাপত্তা বিষয়ক প্রতিষ্ঠান যৌথভাবে এই সিদ্ধান্ত গ্রহণ করে।
শুক্রবার প্রতিষ্ঠান তিনটির পক্ষে এ বিষয়ে এক বিবৃতি দেয়া হয়।
বিবৃতিতে আরো জানানো হয় শনিবার বিকেল থেকে কার্যকর হচ্ছে এ সিদ্ধান্ত। এরপর থেকে এই নিষেধাজ্ঞা অমান্য করে কেউ যদি ফোনটি বহনের চেষ্টা করে, তাহলে অবশ্যই জব্দ করা হবে তার ফোনটি। এছাড়া অভিযুক্ত সেই যাত্রীর বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের আইনানুযায়ী মামলা করা হবে।
এমনকি ফোনটি চালানের (শিপমেন্ট) জন্যও ব্যবহার করা যাবে না বিমানকে।
এর আগে ফোনটি বন্ধ অবস্থায় বিমানে বহন করা যেত, কিন্তু নতুন সিদ্ধান্তের ফলে আর কোনভাবেই বহন করা যাবে না ফোনটি।
এদিকে সেপ্টেম্বরে স্যামাসং নোট-৭’র প্রথম রিকল বা প্রত্যাহার কর্মসূচি ঘোষণা করার পর, গত বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রে দ্বিতীয়বারের মত ঘোষণা করা হয়েছে একই কর্মসূচি।
সব মিলিয়ে নোট-৭ কান্ডে প্রযুক্তি নির্মাতা প্রতিষ্ঠান স্যামসাং‘র একেবারে জেরবার অবস্থা। এ কান্ডে একদিকে তাদের বহুদিনের অর্জিত সুনাম নষ্ট হয়েছে, অন্যদিকে লোকসান গুনতে হয়েছে বড় অংকের টাকা।
বাংলাদেশ সময়: ১৩৪৪ ঘণ্টা, অক্টোবর ১৫, ২০১৬
এমএডি/এসজেডএম