ঢাকা, শুক্রবার, ১৭ কার্তিক ১৪৩১, ০১ নভেম্বর ২০২৪, ২৮ রবিউস সানি ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

প্রিজমা’তেও ভিডিও সুবিধা

আইসিটি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৪ ঘণ্টা, অক্টোবর ১৫, ২০১৬
প্রিজমা’তেও ভিডিও সুবিধা

বর্তমানে ফিল্টার অ্যাপগুলোর বেশ কিছুতে ভিডিও সুবিধা থাকলেও, এ মুহূর্তে জনপ্রিয়তার শীর্ষে থাকা প্রিজমা’য় সুবিধাটি নেই বলে অনেক ব্যবহারকারীই অ্যাপটি নিয়ে পুরোপুরি সন্তুষ্ট নয়।

ব্যাপকভাবে ব্যবহৃত হলেও এতে কিছু আকাঙ্খা ঠিকই রয়েছে।

তবে অ্যাপ ডেভলপার প্রতিষ্ঠানটি সময়ের সাথে সাথে ঠিকই এর পরিবর্তন আনছে।
এরইমধ্যে প্রিজমা ভক্তদের আকাঙ্খা পুরণে তারা আইওএস ভার্সনে ভিডিও ফিচার চালুর ঘোষণা দিয়েছে।

কিন্তু এ খবরে আইওএস ব্যবহারকারীরা নিজেদের ভাগ্যবান মনে করলেও অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা অভাগা মনে করছে।

অবশ্য, ডেভলপার প্রতিষ্ঠানটি খুব বেশিদিন এমন পরিস্থিতি রাখতে চান না তাদের। খুব শীঘ্রই শুধু স্মার্টফোন নয়, অ্যান্ড্রয়েড ট্যাবেও ফিচারটি যুক্তের প্রত্যাশা করছে।

তথ্য মতে, প্রিজমা অ্যাপ ১৫ সেকেন্ডের ভিডিও সম্পাদনে সক্ষম এবং ৯টি আলাদা আলাদা ফিল্টার এতে যুক্ত করা হয়েছে।
তবে ১৫ সেকেন্ডের এই ভিডিও কিন্তু ব্যবহারকারীদের ব্যবহৃত ডিভাইসের হ্যার্ডওয়্যার বৈশিষ্ট্যগুলো উপর নির্ভরশীল।  

এছাড়া্ও জানানো হয়েছে, ব্যবহারকারীরা এসব ফিল্টার তাদের ছবিগুলোতে লাগাতে পারবে অফলাইন মোডেও। এবং আগামীতে ভিডিওর জন্য আরো সহায়ক ফিল্টারস আনবে বলেও প্রতিশ্রুতি দিয়েছে।

বলা হচ্ছে, এরপরও আইওএস ব্যবহারকারীরা এটা পাওয়ার বেলায় এগিয়ে।

বর্তমানে প্রিজমা সার্বজনীন পরিচিত এর আর্টিফিসিয়েল ইন্টিলিজেন্স ব্যবহারের কারণে যা সাধারণ ছবিকে শৈল্পিকভাবে সেরা সৃষ্টিকর্মে রুপ দেয়।

এতোদিন শুধু ইমেজে প্রিজমার আলাদা ফিল্টারস ব্যবহার করে সেগুলো সোশ্যাল মিডিয়ায় শেয়ার করার সুযোগ ছিল।

অ্যাপটি নিয়ে আরো প্রত্যাশা যে, ধীরে ধীরে নিশ্চয় ইউটিউবেও এটি আর্টিস্টিক ভিডিও তৈরির সু্বিধা আনবে।  

প্রিজমার এই ভিডিও ফিচারের মাধ্যমে ভিডিওগুলো কতটা শৈল্পিক হতে পারে, সে বিষয়ে ভাল একটা ধারণা পাওয়া যাবে নিচের ভিডিও লিংকটি থেকে।

বাংলাদেশ সময়: ১৮৫২ ঘণ্টা, অক্টোবর ১৫, ২০১৬

এমএডি/এসজেডএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।