‘ইন্সটগ্রাম’ বিশেষকরে তরুণ প্রজন্মের একটা ক্রেজ। তরুণদের কাছে অ্যাপটি এতো বেশি জনপ্রিয় যে, এর মাধ্যমে সোশ্যাল সাইটগুলোতে ছবি পোষ্ট না দেয়ার আগ পর্যন্ত তারা খাবার খান না।
কিন্ত, এতো সব মাইক্রোসফটের উউন্ডোজ অপারেটিং সিস্টেমকে দুরে রেখে।
কারণ এতোদিন অ্যান্ড্রয়েড, আইওএস ব্যবহারকারীরা অ্যাপটি একচেটিয়া ব্যবহার করে আসছে। অবশেষে উইন্ডোজ প্লাটফর্মেও (পিসি, ট্যাব) হাল-ফ্যাশনের জনপ্রিয় এই ফটো ও ভিডিও শেয়ারিং অ্যাপের ঘোষণা দেয়া হয়েছে
বলা হচ্ছে, মূলত গুরুত্বপূর্ণ সব কাজ হয়ে থাকে উইন্ডোজে। তবে ফটো এবং ভিডিও বেজড সোশ্যাল নেটওয়ার্কিং অ্যাপ এবার মাইক্রোসফটের ডেস্কটপ অপারেটিং সিস্টেমের জন্যও নতুন উপায় খুঁজে পেয়েছে।
তাই এই প্লাটফর্মের ব্যবহারকারীরাও ইন্সটগ্রামের সেবা উপভোগ করতে পারবেন।
চলতি বছরের এপ্রিলে উইন্ডোজ ১০ মোবাইলে ইন্সটগ্রাম চালুর কয় মাস পরই, উইন্ডোজ ডেস্কটপের জন্য আসল এ ঘোষণা।
উল্লেখ্য, উইন্ডোজ ১০ পিসি এবং ট্যাব উপযোগী নতুন এই অ্যাপ লাইভ টাইলস সাপোর্ট করে। ফলে নতুন ফটো এবং নোটিফিকেশন ব্যবহারকারীরা হোম স্ক্রিনে দেখতে পারবে।
নতুন উইন্ডোজ ১০ অ্যাপে এছাড়াও অন্তর্ভূক্ত করা হয়েছে নতুনকরে ঘোষণা দেয়া স্টোরি ফিচার। আরো থাকছে ইন্সটগ্রাম ডিরেক্ট যেটা ব্যবহারকারীকে কয়েকটি মেসেজ একজন অথবা অনেকের সাথে বিনিময়ের সুবিধা দেয়।
এছাড়া শেয়ার করা পোষ্টগুলো ব্যবহারকারীরা মেসেজের মতো ফিডে দেখতে পারবেন।
তবে পোষ্টিং এবং এডিটিং ছবিগুলো শুধুমাত্র ট্যাব এবং পিসি’র টাচ স্ক্রিন, রিয়ার ক্যামেরা মাধ্যমে অনুমোদিত হয়।
বাংলাদেশ সময়: ১৭৪০ ঘণ্টা, অক্টোবর ১৮, ২০১৬
এসজেডএম