ঢাকা, শুক্রবার, ১৭ কার্তিক ১৪৩১, ০১ নভেম্বর ২০২৪, ২৮ রবিউস সানি ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

আইসিটিতে ৫ বিলিয়ন ডলার রফতানি আয়ের প্রত্যয়

বাংলানিউজ টিম | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০২ ঘণ্টা, অক্টোবর ১৯, ২০১৬
আইসিটিতে ৫ বিলিয়ন ডলার রফতানি আয়ের প্রত্যয় ছবি- বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ডিজিটাল ওয়ার্ল্ড ২০১৬ ভেন্যু থেকে: একের পর এক পাঁচজন বক্তা বক্তৃতা দিলেন। তারা ডিজিটাল বাংলাদেশকে এগিয়ে নেওয়ার নানা প্রত্যয়, নানা দিক তুলে ধরলেন।

তবে সকলের মুখে একটিই দৃঢ় প্রত্যয়- ২০২১ সালের মধ্যে বাংলাদেশ ৫ বিলিয়ন ডলার রফতানি আয় করবে তথ্যপ্রযুক্তি খাতে।  

আর ২০১৮ সালের মধ্যে যে এক বিলিয়ন ডলারের লক্ষ্যমাত্রা ছিলো তা ২০১৬’এর মধ্যেই প্রায় সফল হতে চলেছে বলেও জানালেন একজন বক্তা। তারা আরো জানালেন, দেশের ছেলে-মেয়েরাই এখন হার্ডওয়্যার- সফটওয়্যার তৈরি করছেন।

উদ্বোধনী অনুষ্ঠানের সভাপতি তথ্য ও যোগাযোগপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের মুখে শোনা গেলো, সারা বিশ্বের কাছে ডিজিটাল বাংলাদেশ ও ই-গভর্নেন্স এখন মডেলে রুপান্তরিত হয়েছে। জাতিসংঘ সাধারণ অধিবেশনে যোগ দেওয়ার সময় ডিজিটাল পদ্ধতিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭১টি ফাইলে সই করার কথাও স্মরণ করেন তিনি।

‘দেশে প্রতি বছর ৫০ হাজার তরুণ-তরুণী আইসিটি প্রশিক্ষণ পাচ্ছেন। ৫ হাজার শেখ রাসেল কম্পিউটার ল্যাব তৈরি করা হয়েছে। আইটি রফতানির জন্য সরকার ২০২৪ সাল পর্যন্ত কর অবকাশ দিয়েছে’- বলেন তিনি।

প্রতিমন্ত্রী জানান, দেশেই আজ বিশ্বমানের আইসিটি এক্সপার্ট কাজ করছেন। ২০২১ সালের মধ্যে ২০ লাখ তরুণ-তরুণী আইসিটি খাতে কাজ করবেন। তাদের হাত দিয়েই আসবে ৫ বিলিয়ন ডলার আইসিটি রফতানি আয়।  

বাংলাদেশ আর পিছিয়ে নেই, এগিয়ে চলেছে। ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে আইসিটি হবে হাতিয়ার- এ প্রত্যয়ও ব্যক্ত করেন তিনি।

বেসিসের সভাপতি মোস্তফা জব্বার বললেন, ‘ডিজিটাল বাংলাদেশে রুপান্তরের স্বপ্ন বাস্তবায়ন আমরা দেশের সন্তানরাই করতে পারবো’। তিনি বলেন, ‘এখন সময় এসেছে সব শিশুর হাতেই কম্পিউটার তুলে দেওয়ার, পুরো শিক্ষা ব্যবস্থাতেই কম্পিউটার ও আইসিটি শিক্ষা ব্যবস্থা চালুর’।  

উদ্বোধনী অনুষ্ঠানে আরও বক্তব্য দেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের এ-টুআই প্রকল্পর পরিচালক কবির বিন আনোয়ার, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সচিব শ্যাম সুন্দর সিকদার, ডাক ও টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যান ইমরান আহমেদ।  

** বসুন্ধরার ডিজিটাল মেলায় ‘টেক প্রেমী’দের ভিড়

বাংলাদেশ সময়: ১১৫৭ ঘণ্টা, অক্টোবর ১৯, ২০১৬
এমএমকে/এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।