ঢাকা: প্রথম দিনেই জমে উঠেছে দেশের সবচেয়ে বড় তথ্য ও যোগাযোগপ্রযুক্তি মেলা ‘ডিজিটাল ওয়ার্ল্ড-২০১৬’। এ মেলায় সরকারের মন্ত্রণালয়গুলোর উন্নয়নমূলক কার্যক্রম তুলে ধরা হচ্ছে স্ব স্ব মন্ত্রণালয়ের স্টলে।
রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টার, বসুন্ধরায় (আইসিসি,বি) চলমান তিনদিনের এ মেলা শুরু হয়েছে বুধবার (১৯ অক্টোবর) থেকে, চলবে শুক্রবার (২১ অক্টোবর) পর্যন্ত।
দুপুর ১২ টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্বোধনের পর পরই সবার জন্য উন্মুক্ত করে দেওয়া হয় ডিজিটাল ওয়ার্ল্ডের স্টলগুলো। এরপর থেকেই দর্শনার্থীদের ঢল নেমেছে।
প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত মেলা চলছে।
মেলা ঘুরে দেখা গেছে, প্রতিটি মন্ত্রণালয় বর্তমান সরকারের মেয়াদে কি কি সেবা ও ডিজিটাল কার্যক্রম করছে, তা বুকলেট ও স্যুভেনিরের মাধ্যমে তুলে ধরছে। স্ব স্ব মন্ত্রণালয় কেন্দ্রীয়ভাবে নথি সংক্রান্ত মোবাইল অ্যাপস, অনলাইনে সেবার আবেদন, অনলাইনে পাসপোর্টের আবেদন, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ কর্মসূচি, সরকারি কর্মকমিশনে আবেদন, অনলাইন চালান যাচাইকরণ, ই-টিকেটিং, ভিসা যাচাই, আয়কর নিবন্ধন ইত্যাদি কার্যক্রম চালু করেছে।
শিক্ষাক্ষেত্রে তথ্যপ্রযুক্তির প্রয়োগ নিশ্চিতসহ সকল শিক্ষা প্রতিষ্ঠানের ওয়েবসাইট নির্মাণের পাশাপাশি এগিয়ে চলেছে ১২৮টি উপজেলায় রিসোর্স সেন্টার স্থাপনের কাজ। পাঁচটি পাবলিক বিশ্ববিদ্যালয়ের কাজও চলছে।
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় বেশ কিছু উন্নয়নমূলক কাজ তথ্য তুলে ধরছে মেলায়। তাদের বুকলেট থেকে জানা গেছে, অবকাঠামো উন্নয়নের মাধ্যমে সুপরিসর চারটি প্যাসেঞ্জার এয়ারক্র্যাফটের পার্কিং সুবিধাসহ কার্গো সিকিউরিটি স্ক্যানিং মেশিন রানওয়ের পরিমাপক ও শক্তি নিয়ন্ত্রক যন্ত্র এবং নেভিগেশনাল ইক্যুইপমেন্ট স্থাপন করা হয়েছে। কানাডা ও বেলজিয়ামের সঙ্গে দ্বিপাক্ষিক বিমান চলাচল চুক্তি এবং রাঙ্গামাটি, জাফলং, চাপাইনবাবগঞ্জ ও চট্টগ্রামে চারটি মোটেল নির্মাণ করাসহ বেশ কিছু উন্নয়নের চিত্র তুলে ধরা হচ্ছে বিমান মন্ত্রণালয়ের স্টল।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন পুলিশ বিভাগ ও র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (ৠাব) ফোর্স আইন-শৃঙ্খলা রক্ষায় বেশ কিছু পদক্ষেপ নিয়েছে। সন্ত্রাসী গ্রেফতার ও জঙ্গি দমনে ব্যাপক সাফল্য দেখিয়েছে বাহিনী দু’টি।
আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে সন্ত্রাসীদের তথ্য জানতে সবচেয়ে আধুনিক পদ্ধতি চালুও করেছে পুলিশ-ৠাব। ‘রিপোর্ট টু র্যাব’ ও পুলিশ বিভাগের ‘হ্যালো সিটি’ আ্যপস দু’টিও প্রদর্শন করা হচ্ছে ডিজিটাল ওয়ার্ল্ডে।
বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়ের বিদ্যুৎ উৎপাদন পরিকল্পনায় গ্যাসভিত্তিক বিদ্যুৎকেন্দ্রের পাশাপাশি ডিজেল ও ফার্নেস অয়েল, কয়লা, ডুয়েল ফুয়েল, নবায়নযোগ্য জ্বালানি ও নিউক্লিয়ার এনার্জিভিত্তিক বিদ্যুৎকেন্দ্র স্থাপনের পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। প্রতিবেশি দেশ ভারত, নেপাল, ভুটান ও মায়ানমার থেকেও বিদ্যুৎ আমদানি করা হচ্ছে।
২০০ কোটি ডলার অর্থায়নে রামপাল কয়লা বিদ্যুৎকেন্দ্র নির্মাণের চুক্তি করেছে বাংলাদেশ ও ভারত। কয়লাভিত্তিক মোট ২ হাজার ৪০০ মেগাওয়াটের বিদ্যুৎকেন্দ্র দু’টি থেকে ২০১৯-২০২০ অর্থবছরে বিদ্যুৎ উৎপাদনের আশা করা হচ্ছে। বিদ্যুৎ উৎপাদন হবে। এদিকে ২০১৩ সালের অক্টোবরে রূপপুর বিদ্যুৎকেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
মেলায় এসব উদ্যোগের ডিজিটাল রূপ প্রদর্শন করছে মন্ত্রণালয়টি।
ডিজিটাল ওয়ার্ল্ডে মোট ৪০টি মন্ত্রণালয় ডিজিটাল বাংলাদেশ হিসেবে কি কি সেবা দিচ্ছে তার আদ্যোপান্ত তুলে ধরছে। এতে শীর্ষস্থানীয় শতাধিক বেসরকারি প্রতিষ্ঠানও তাদের ডিজিটাল কার্যক্রম তুলে ধরছে।
তিন দিনব্যাপী আয়োজনে মাইক্রোসফট, ফেসবুক, একসেন্সার, বিশ্বব্যাংক, জেডটিই, হুয়াওয়েসহ খ্যাতিমান প্রতিষ্ঠানের ৪৩ জন বিদেশি বক্তাসহ দুই শতাধিক বক্তা ১৮টি সেশনে অংশ নিচ্ছেন।
এছাড়া নেপাল, ভুটান, সৌদি আরবসহ ৭টি দেশের ৭ জন মন্ত্রী বুধবার বিকেল সাড়ে ৩টায় মিনিস্ট্রিয়াল কনফারেন্সে অংশ নেন।
স্কুল ও বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের নিয়ে আইটি ক্যারিয়ার বিষয়ক সম্মেলনের পাশাপাশি প্রথমবারের মতো উন্নয়ন সহযোগীদের নিয়ে থাকছে ডেভেলপার সম্মেলনও। এছাড়া সফটওয়ার শো-কেসিং, ই-গভর্নেন্স এক্সপোজিসন, মোবাইল ইনোভেশন, ই-কমার্স এক্সপো, স্টার্টআপ জোন ছাড়াও রয়েছে আইটি সংশ্লিষ্ট ১২টি সেমিনার। আয়োজন রয়েছে ডেভেলপমেন্ট পার্টনার্স কনফারেন্স, আইসিটি এডুকেশন সম্মেলনেরও।
বাংলাদেশ সময়: ২০১৮ ঘণ্টা, অক্টোবর ১৯, ২০১৬
এমএম/এএসআর
** ‘বাড়ি বসে বড়লোক’ হচ্ছেন নারীরা