ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

ডিজিটাল ওয়ার্ল্ডে ‘এগ্রিকালচারাল ড্রোন’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩৬ ঘণ্টা, অক্টোবর ১৯, ২০১৬
ডিজিটাল ওয়ার্ল্ডে ‘এগ্রিকালচারাল ড্রোন’ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: কৃষি জমির অবস্থা পর্যবেক্ষণে গ্লোবাল পজিশনিং সিস্টেম (জিপিএস) লোকেশন কানেক্টিংয়ের মাধ্যমে ‘এগ্রিকালচারাল ড্রোন’ তৈরি করেছে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

এই প্রযুক্তিটি কাজ করবে সয়ংক্রিয় (অটোনোমাস) সিস্টেমে।

ড্রোনটিতে লাগানো ক্যামেরা, যা জমির ছবি তুলে এর অবস্থা সম্পর্কে জানাবে। এতে করে পরবর্তীতে পদক্ষেপ নিয়ে ওই জমির অনুর্বর অংশের উন্নয়নে কাজ করা যাবে।

‘ননস্টপ বাংলাদেশ’–প্রতিপাদ্য নিয়ে বুধবার (১৯ অক্টোবর) রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি, বসুন্ধরায় (আইসিসিবি) শুরু হওয়া ডিজিটাল ওয়ার্ল্ডে শিক্ষা মন্ত্রণালয়ের স্টলে নিজেদের তৈরি এই প্রযুক্তি নিয়ে বসেছেন বিশ্ববিদ্যালয়ের চারজন তরুণ।
এগ্রিকালচারাল ড্রোনটি তৈরি করেছেন আইনুর হুদা, মোহাম্মাদ সৌরভ, সানন্দ চয়ন ও বিজয় নামের এই চার তরুণ।

এগ্রিকালচারাল ড্রোনটির কাজ সম্পর্কে আইনুর হুদা বলেন, এটি কাজ করবে জিপিএস সফটওয়্যারের মাধ্যমে। জিপিএস সেট করে দেওয়া আছে। ড্রোনটি ফসলের ক্ষেতে গিয়ে জমির ছবি তুলে নিয়ে আসবে। ছবিগুলো দেখে আমরা ওই জমির অবস্থা সম্পর্কে ধারণা করতে পারবো। যেমন- কোথায় সার লাগবে, পানি কম কিনা বেশি- এসব বিষয়ে ধারণা করা যাবে।

এগ্রিকালচারাল ড্রোনটি একবারে ২ কিলোমিটার জায়গার ছবি তুলে আনতে পারবে। এতে করে, জমিতে না গিয়েও জমি সম্পর্কে ধারণা লাভ করা যাবে।

ডিজিটাল ওয়ার্ল্ড সংক্রান্ত বিস্তারিত তথ্য জানা যাবে www.digitalworld.org.bd ওয়েবসাইটে।

বাংলাদেশ সময়: ২১২২ ঘণ্টা, অক্টোবর ১৮, ২০১৬
এমসি/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।