ঢাকা: ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় আয়োজিত ‘ডিজিটাল মেলা-২০১৬’তে স্টল নিয়েছে ডিজিটাল সেবাদানকারী প্রতিষ্ঠান ‘সন্ধান ডট কম’। এবারের মেলায় প্রতিষ্ঠানটি এনেছে বিশেষ এক অ্যাপস।
সন্ধান অ্যাপস সম্পর্কে প্রতিষ্ঠানটির বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার মোহাম্মদ রুমেল বলছিলেন, আপনার এন্ড্রয়েড ফোনে যদি সন্ধান অ্যাপস ডাউনলোড করা থাকে, তাহলে দিন-রাত ২৪ ঘণ্টা, যে কোনো প্রয়োজনে আপনার এলাকায় বসবাসরত প্লামবার, ইলেকট্রিশিয়ান, কার্পেন্টার, চিকিৎসক, হাসপাতাল, অ্যাম্বুলেন্স, ফার্মেসি, রেন্ট-এ কার, রেস্টুরেন্ট, ট্রাভেল এজেন্সি, ফ্লাওয়ার শপ, অটোমোবাইল ওয়ার্কশপ, লন্ড্রি শপে যোগাযোগ করতে পারবেন।
তিনি বলেন, আপনার যদি গভীর রাতেও ইলেকট্রিশিয়ানের প্রয়োজন হয়, তাহলে সন্ধানে ঢুকে ইলেকট্রিশিয়ান টাইপ করে লোকেশন লিখে সার্চ দিলে ওই এলাকার সব কর্মীর নাম ও যোগাযোগ নম্বর চলে আসবে। শুধু যে কোনো একজনকে নির্বাচন করে ফোন দিলেই পাওয়া যাবে তাকে।
রুমেল জানান, কেবল মোবাইল থেকেই নয়, এ সেবা পাওয়া যাবে ডেক্সটপ থেকেও। সারাদেশে এ সেবা চালুর চিন্তা থেকেই কাজ করছে সন্ধান ডট কম। তবে এখন কেবল ঢাকা শহর ও চট্টগ্রামের কিছু অংশ সেবার আওতায় এসেছে।
উল্লেখ্য, সেবা ছাড়াও যোগ হচ্ছে আরও অনেক সেবা। এরইমধ্যে যোগ হয়েছে তথ্যমূলক কনটেন্ট, ভিডিও, টিভি গাইড ও বাংলাদেশের বিভিন্ন শহরের সিটি গাইড এবং বিশেষ এলাকা ভিত্তিক ব্যবসা ও সেবার তালিকা। এতে মানুষের জীবন আরও স্মার্ট ও গতিময় হয়ে উঠছে।
বাংলাদেশ সময়: ২১৪৬ ঘণ্টা, অক্টোবর ১৮, ২০১৬
আরএম/আইএ