ঢাকা: জাদুর আশ্চর্য প্রদীপে ঘঁষলে যেমন দৈত্য হাজির হয়, তেমনি ‘চলো’ অ্যাপ হাজির করবে গাড়ি। রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আসিসিবি) ডিজিটাল ওয়ার্ল্ড ২০১৬ উপলক্ষে আয়োজিত মেলার চলছে চলো অ্যাপের প্রদর্শনী।
বৃহস্পতিবার ( ২০ অক্টোবর) দ্বিতীয় দিনের মতো আসিসিবি’র চার নম্বর হলে এই প্রদর্শনী চলছে। এটি চলবে আগামী শুক্রবার পর্যন্ত।
চলো অ্যাপের মাধ্যমে পাওয়া অনলাইন গাড়ি ও ফ্লাইটের সেবা। অ্যাপে দেওয়া নম্বরে ফোন করে যে কেউ এই সেবা পেতে পারেন।
চলো অ্যাপের সেবাগুলোর মধ্যে রয়েছে- প্রিমিয়ার, ইকো, প্যাকেট, এয়ার, মাইক্সোবাস ও বাইসাইকেল সার্ভিস। ঢাকা ও ঢাকার বাইরে এই সার্ভিস পাওয়া যাবে।
বাংলাদেশ সময়: ১৮৪৪ ঘণ্টা, অক্টোবর ২০, ২০১৬
আরএটি/এসএনএস