ঢাকা: মোবাইল অপারেটর কোম্পানি সিটিসেলের প্রধান কার্যালয় সিলগালা করে দিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)।
বৃহস্পতিবার (২০ অক্টোবর) রাজধানীর মহাখালীর অফিসটিতে প্রায় ৩ ঘণ্টা অভিযান শেষে রাত ৮টার দিকে কার্যালয়টি সিলগালা করে দেওয়া হয়।
বিটিআরসির সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) জাকির হোসেন খান বাংলানিউজকে এ খবর নিশ্চিত করেন।
এর আগে বিকেল ৫টার দিকে র্যাব-পুলিশকে সাথে নিয়ে সিটিসেলের কার্যালয়ে প্রবেশ করেন বিটিআরসির কর্মকর্তারা।
জাকির হোসেন খান বলেন, অভিযানের সময় সিটিসেলের কার্যক্রম বন্ধ করতে সব ধরনের কারিগরি কাজ সম্পন্ন করেন বিটিআরসির কর্মকর্তারা। কাজ সম্পন্ন করতে কেউ যেন বাধা দিতে না পারে সেজন্য আইন-শৃঙ্খলা বাহিনীর সহায়তা নেওয়া হয়।
অভিযান শুরুর পরই ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম সংবাদ সম্মেলনে সিটিসেল বন্ধের ঘোষণা দেন বলেও জানান তিনি।
এর আগে অভিযান চলাকালে বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিএম ফরমান আলী বাংলানিউজকে জানান, আদালতের কোনো এক নির্দেশ পালন করতে বিটিআরসি কর্মকর্তারা কার্যালয়ে গেছেন।
** সিটিসেলের কার্যক্রম বন্ধ
বাংলাদেশ সময়: ২১৩৭ ঘণ্টা, অক্টোবর ২০, ২০১৬
পিএম/এমজেএফ/