ঢাকা: টেন্ডারবাজি ঠেকাতে সরকারের ‘ই-টেন্ডারিং’ উদ্যোগ ঘিরেই যেনো আগ্রহ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মেলা ডিজিটাল ওয়ার্ল্ডে আসা দর্শনার্থীদের।
শুক্রবার (২১ অক্টোবর) মেলার শেষ দিনে পরিকল্পনা কমিশনের স্টল থেকে ভিড় সরছে না।
স্টলে থাকা কমিশনের সহকারী প্রকৌশলী শেখ শরিফুল ইসলাম বাংলানিউজকে বলেন, এটি পদ্ধতি সরকারের ‘ই-জিপি সিস্টেম’ নামে পরিচিত। পদ্ধতিটি খুবই সহজ, প্রথমে নির্দিষ্ট প্রক্রিয়ায় www.eprocure.gov.bd ওয়েব সাইটে গিয়ে নিবন্ধন করতে হয়। এর জন্য সত্যায়িত করা প্রয়োজনীয় কাগজপত্র পরিকল্পনা মন্ত্রণালয়ের সিপিটিইউ শাখাতেও পাঠাতে হবে। সব ঠিক থাকলে তিন সপ্তাহের মধ্যে নিবন্ধন চূড়ান্ত হয়। এরপর অনলাইনে ই-টেন্ডারিংয়ে অংশ নেওয়া যায়।
এক্ষেত্রে জাতীয় টেন্ডারারদের জন্য ৫ হাজার টাকা এবং আন্তর্জাতিক টেন্ডারারদের জন্য ২০০ মার্কিন ডলার ফি দিতে হয়। আর নবায়ণ করতে যথাক্রমে ২ হাজার টাকা এবং ১০০ মার্কিন ডলারের প্রয়োজন পড়ে।
পরিকল্পনা কমিশনের স্টলে দাঁড়িয়ে ছিলেন আরাফাত খান। তিনি বাংলানিউজকে বলেন, অনলাইনে টেন্ডারিং অংশ নিতে কোনো ঝুঁকি নেই।
গত ১৯ অক্টোবর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় শুরু হয়েছে ডিজিটাল ওয়ার্ল্ড-২০১৬। শুক্রবার (২১ অক্টোবর) রাত ৮টায় মেলা শেষ হওয়ার কথা থাকলেও দর্শনার্থীদের উপস্থিতির বিষয়টি মাথায় রেখে দুই ঘণ্টা সময় বাড়ানো হয়েছে। অর্থাৎ মেলা শেষ হচ্ছে রাত ১০টায়।
আইসিটি বিভাগ আয়োজিত মেলায় সহযোগিতা করছে বাংলাদেশ কম্পিউটার সমিতি, বাংলাদেশ উইমেন ইন ইনফরমেশন টেকনোলজি, সিটিও ফোরাম বাংলাদেশ, ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ও বাংলাদেশ আইসিটি জার্নালিস্ট ফোরাম।
বাংলাদেশ সময়: ১৮৩০ ঘণ্টা, অক্টোবর ২১, ২০১৬
ইইউডি/এটি