ঢাকা: বুদ্ধিবৃত্তিক ও মানসিক উন্নয়নে ডিজিটাল বাংলাদেশ অগ্রণী ভূমিকা রাখছে বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
শুক্রবার (২১ অক্টোবর) রাতে রাজধানীর ইন্টারন্যাশনাল সিটি বসুন্ধরায় তিন দিনব্যাপী ডিজিটাল ওয়ার্ল্ড-২০১৬ শীর্ষক মেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।
অর্থমন্ত্রী বলেন, ডিজিটাল বাংলাদেশের স্বপ্ন দেখার বিষয়টিও আমার কাছে যথেষ্ট সন্দেহ ছিলো। কিন্তু প্রধানমন্ত্রীর নিরলস চেষ্টায় এখন ডিজিটাল বাংলাদেশ গঠন হতে যাচ্ছে। এর অবদান তরুণ প্রজন্মের। তারাই কাজ করে যাচ্ছে।
তিনি বলেন, ডিজিটালের ফলে দেশ-বিদেশে বাংলাদেশের সুনাম বাড়াছে। দেশের মানুষের জনপ্রতি প্রতিনিয়তই আয় বাড়ছে। দেশকে সামাজিকভাবে উন্নতির দিকে নিয়ে যাচ্ছে। একদিন উন্নত বিশ্বের সবার চেয়ে বাংলাদেশ শীর্ষে থাকবে বলে মনে করেন তিনি।
অনুষ্ঠানে ডিজিটাল বাংলাদেশ গঠনের অবদান রাখার জন্য সাতটি ক্যাটাগরিতে ১৬ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে ডিজিটাল ওয়ার্ল্ড ২০১৬ পুরস্কার দেওয়া হয়। ক্যাটাগরিগুলো হচ্ছে- শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, সাংবাদিকতা, সফটওয়্যার ইনোভেশন, হার্ডওয়্যারর ইনোভেশন এবং নাগরিক সেবা।
তথ্য ও প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন- ডাক, টেলিযোগাযোগ ও আইসিটি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ইমরান আহমেদ, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সচিব শ্যাম সুন্দর শিকদার, বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের নির্বাহী পরিচালক এস এম আশরাফুল ইসলাম এবং বাংলাদেশ সফটওয়ার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসের (বেসিস) সভাপতি মোস্তফা জব্বার প্রমুখ।
বাংলাদেশ সময়: ২১৫২ ঘণ্টা, অক্টোবর ২২, ২০১৬
এমএফআই/টিআই