সাতক্ষীরা: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের অতিরিক্ত সচিব সুশান্ত কুমার সাহা বলেছেন, ‘তথ্যপ্রযুক্তির উৎকর্ষে আমরা আজ গ্লোবাল ভিলেজের সঙ্গে যুক্ত। এ জন্য ইউনিয়ন ডিজিটাল সেন্টারের ভূমিকা অনন্য।
শনিবার (২২ অক্টোবর) দুপুরে সাতক্ষীরা সার্কিট হাউজ মিলনায়তনে ইউনিয়ন ডিজিটাল সেন্টারের উদ্যোক্তাদের ইনফোলিডার হিসেবে গড়ে তোলার লক্ষে ‘তৃণমূলের তথ্য জানালা’ কর্মসূচি আয়োজিত তিন দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার সমাপনী অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।
সাতক্ষীরা জেলা প্রশাসক আবুল কাশেম মো. মহিউদ্দিনের সভাপতিত্বে কর্মশালায় বক্তব্য রাখেন- বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) বিশেষ প্রতিনিধি অজিত কুমার সরকার ও তথ্যসেবা বার্তা সংস্থার (টিএসবি) সহকারী সম্পাদক প্রতীক মাহমুদ।
এতে ইউডিসি উদ্যোক্তাদের প্রতিবেদন, ফিচার, আউটসোর্সিং ও ই-কমার্সের বিভিন্ন বিষয় নিয়ে প্রশিক্ষণ দেওয়া হয়।
তৃণমূলের তথ্য জানালা কর্মসূচি বাস্তবায়নে পরামর্শ সহযোগিতা দিচ্ছে প্রধানমন্ত্রীর কার্যালয়ের অ্যাকসেস টু ইনফরমেশন (এটুআই) প্রোগ্রাম ও বাস্তবায়ন সহযোগী হিসেবে কাজ করছে টিএসবি।
বাংলাদেশ সময়: ১৫১৮ ঘণ্টা, অক্টোবর ২২, ২০১৬
আরবি/পিসি