ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

কর্মী ছাঁটাইয়ের ঘোষণা দিচ্ছে টুইটার

তথ্যপ্রযুক্তি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯২৩ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০১৬
কর্মী ছাঁটাইয়ের ঘোষণা দিচ্ছে টুইটার

ঢাকা: চলতি সপ্তাহের শেষ নাগাদ কর্মী ছাঁটাইয়ের ঘোষণা দিতে যাচ্ছে জনপ্রিয় মাইক্রোব্লগিং সাইট টুইটার। ছাঁটাইয়ের হার হবে মোট কর্মীর ৮ শতাংশ।

বিশ্বস্ত সূত্রের বরাতে খবরটি জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো।

সংবাদমাধ্যম জানায়, প্রায় ৩শ’ কর্মী অর্থাৎ ৮ শতাংশ কর্মী ছাঁটাইয়ের ঘোষণা আসতে পারে। টুইটারের সহ-প্রতিষ্ঠাতা জ্যাক ডরসি গত বছর প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে দায়িত্ব গ্রহণের পর একই সংখ্যক কর্মী ছাঁটাই করা হয়।

সপ্তাহের শেষ নাগাদ কোম্পানির তৃতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন প্রকাশের আগেই এ ঘোষণা আসতে পারে বলে সূত্র জানিয়েছে। তবে এ বিষয়ে টুইটারের সঙ্গে সংশ্লিষ্ট কোনো কর্মকর্তার মন্তব্য পাওয়া যায়নি।

মুনাফা ঝুঁকিতে থাকা কোম্পানিটি খরচ কমাতে এ সিদ্ধান্ত নিতে যাচ্ছে। পাশাপাশি কর্ম কৌশলে পরিবর্তন হিসেবে সম্প্রতি বিক্রি বাড়াতে ব্যাংকারদের সঙ্গে চুক্তি করেছে বলে জানা গেছে।  

গত এক বছরে পুঁজিবাজারে টুইটারের শেয়ারের মূল্য প্রায় ৪০ শতাংশ কমেছে।

বাংলাদেশ সময়: ০৯২০ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০১৬
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।