তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ এবং সেইবইয়ের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৭ই মার্চের ঐতিহাসিক ভাষণের উপর লিখিত "এপিক অব পলিটিক্স" বই ই-বুকে রূপান্তর ও সেইবই অ্যাপসে প্রকাশের লক্ষ্যে মঙ্গলবার (২৫ অক্টোবর) ঢাকার আঁগারগাওয়ে আইসিটি বিভাগের কনফারেন্স রুমে আইসিটি বিভাগের পক্ষে ড. খন্দকার আজিজুল ইসলাম, উপসচিব সেইবইয়ের পক্ষে ম্যানেজিং ডিরেক্টর নাবিল উদ দৌলাহ চুক্তিপত্রে সই করেন।
এ সময় আরো উপস্থিত ছিলেন আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, আইসিটি সচিব শ্যাম সুন্দর সিকদার, অতিরিক্ত সচিব হারুনুর রশীদ, উপসচিব জিল্লুর রহীম শাহরিয়ার, ড. মুহম্মদ মেহেদী হাসান, ডার্ড গ্রুপের ফিন্যান্স ডিরেক্টর সেঁজুতি দৌলাহ, র্যাভেন সিস্টেমস লিমিটেডের ব্যবস্থাপক শহীদুল ইসলাম এবং সহকারী মহাব্যবস্থাপক ইয়াসির আরাফাত প্রমুখ।
অনুষ্ঠানে আইসিটি প্রতিমন্ত্রী বলেন, মানুষ এখন প্রযুক্তিকে অনেক বেশী আপন করে নিচ্ছে। আমাদের পড়ার অভ্যাসও পরিবর্তিত হচ্ছে। এ সকল বিষয়কে বিবেচনায় নিয়ে, ডিজিটাল মাধ্যমে আমাদের কন্টেন্ট সমৃদ্ধ করতে এবং সাইবার জগতে অন্যান্য সকল কন্টেন্টের পাশাপাশি জাতির পিতার ত্যাগী ও সংগ্রামী জীবনালেখ্য এবং তার মানবিক গুণাবলী আরো বেশী সাধারণ মানুষের মাঝে ছড়িয়ে দিতে চুক্তি সই করলাম।
উল্লেখ্য, অ্যান্ড্রয়েড এবং আইওএস-নির্ভর স্মার্টফোন এবং ট্যাবলেটে ব্যবহারযোগ্য সেইবই (Sheiboi) অ্যাপসে একজন ব্যবহারকারী তার পছন্দ অনুযায়ী ই-বুক সংগ্রহ করতে পারবেন। সেইবই অনলাইন স্টোরের বইগুলো পড়ার জন্য ব্যবহারকারীকে সেইবই রিডার অ্যাপটি তার মোবাইল ডিভাইসে ইনস্টল করে নিতে হবে।
অ্যাপটি ফ্রি ডাউনলোড করতে ব্রাউজ করুন:
অ্যানড্রয়েড : https://play.google.com/store/apps/details?id=raven.reader
আইফোন : https://itunes.apple.com/us/app/sheiboi/id976937372?mt=8
বাংলাদেশ সময়: ১৯৫২ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০১৬
এসজেডএম