ঢাকা: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ভাষণের উপর রচিত বই ‘এপিক অব পলিটিকস’ এবার ই-বুকে রূপান্তর করা হচ্ছে। কাজটি করবে বাংলাদেশ অনলাইন ই-বুকের সবচেয়ে বড় লাইব্রেরি ‘সেইবই’।
মঙ্গলবার (২৬ অক্টোবর) এজন্য ‘সেইবই’ এর সঙ্গে সমঝোতা স্মারকে সই করেছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ (আইসিটি)।
আইসিটি বিভাগের জনসংযোগ কর্মকর্তা মো. আবু নাছের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
এতে তিনি উল্লেখ করেন, আইসিটি বিভাগের মিনি কনফারেন্স রুমে সমঝোতা স্মারকে আইসিটি বিভাগের উপ-সচিব ড. খন্দকার আজিজুল ইসলাম ও ‘সেইবই’ এর ম্যানেজিং ডিরেক্টর নাবিল উদ দৌলাহ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সই করেছেন।
এসময় আইসিটি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, সচিব শ্যাম সুন্দর শিকদার, ডার্ড গ্রুপের ফিন্যান্স ডিরেক্টর সেঁজুতি দৌলাহ প্রমুখ উপস্থিত ছিলেন।
‘এপিক অব পলিটিকস’ বইটি ই-বুকে রূপান্তর হলে যে কেউ অনলাইন থেকে পড়তে পারবেন। এক্ষেত্রে গুগল প্লেস্টোর থেকে Sheiboi Mobile App ডাউনলোড করে নিতে হবে।
অ্যানড্রয়েড ফোন ব্যবহারকারীরা https://play.google.com/store/apps/details?id=raven.reader ঠিকানায় এবং আইফোন ব্যবহারকারীরা https://itunes.apple.com/us/app/sheiboi/id976937372?mt=8 ঠিকানা থেকে অ্যাপটি ডাউনলোড করে নিতে পারবেন।
সমঝোতা স্মারক সইয়ের পর প্রতিমন্ত্রী বলেন, মানুষ এখন প্রযুক্তিকে অনেক বেশি আপন করে নিচ্ছে। আমাদের পড়ার অভ্যাসও পরিবর্তন হচ্ছে। এসব বিষয়কে বিবেচনায় নিয়ে ডিজিটাল মাধ্যমে কনটেন্ট সমৃদ্ধ করতে হবে।
তিনি আরও বলেন, সাইবার জগতে অন্য সবার কনটেন্টের পাশাপাশি জাতির পিতার ত্যাগী ও সংগ্রামী জীবনালেখ্য এবং তার মানবিক গুণাবলী আরও বেশি সাধারণ মানুষের কাছে ছড়িতে দিতে আমরা ‘সেইবই’ এর সঙ্গে সমঝোতা স্মারক সই করলাম। আশাকরি এতে বঙ্গবন্ধুকে আরও বেশি জানার সুযোগ তৈরি হলো।
বাংলাদেশ সময়: ২১০৮ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০১৬
ইইউডি/এএ