গুগল প্লে-স্টোরে বাংলাদেশের বিভাগীয় অঞ্চল রংপুর বিষয়ক ‘রঙে ভরা রংপুর সদর’ মোবাইল অ্যাপ উন্মুক্ত করা হয়েছে।
ইনোভেশন ইন পাবলিক সার্ভিস প্রকল্পের আওতায় সম্প্রতি অ্যাপটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন রংপুরের বিভাগীয় কমিশনার কাজী হাসান আহমেদ।
অ্যাপসটিতে রংপুর সদর উপজেলা পরিচিতি, ইতিহাস, ঐতিহ্য, উপজেলা প্রশাসনের সকল তথ্য, জনপ্রতিনিধি, প্রতিষ্ঠান, আবাসন ব্যবস্থার তথ্য, মুক্তিযুদ্ধ, মুক্তিযোদ্ধাদের তালিকা, জলযান দর্শনীয় স্থান, জরুরী সেবাসহ সকল প্রয়োজনীয় তথ্য রয়েছে।
এছাড়াও উপজেলার পর্যটন কেন্দ্র, প্রাচীন স্থাপত্য নিদর্শন, ভ্রমণ তথ্যসহ সেখানে কীভাবে যেতে হবে, কোথায় থাকার ব্যবস্থা আছে তার বিস্তারিত নির্দেশনা রয়েছে।
সাধারণ মানুষের জন্য আইন-শৃংখলা ও স্বাস্থ্যসেবা সম্পর্কিত তথ্যও রয়েছে এতে।
গুগল প্লে-স্টোরে গিয়ে ‘রঙে ভরা রংপুর সদর’ বা Rangpur Sadar লিখে সার্চ অথবা https://goo.gl/8PTzii লিংকে পাওয়া যাবে অ্যাপটি।
একবার ডাউনলোড করে নিলে পরে অনলাইন এবং অফলাইন দু’ভাবেই ব্যবহার করা যাবে ‘রঙে ভরা রংপুর সদর’।
অ্যাপটি সম্পর্কে ব্যবহারকারীরা উপজেলা নির্বাহী অফিসার বরাবর মতামত ও অভিযোগ করতে পারবেন।
অ্যাপটির উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রংপুর জেলা প্রশাসকের কার্যালয়ের উপ-পরিচালক মোছাঃ সুলতান পারভীন, রংপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোছা: নাসিমা জামান ববি সহ স্থানীয় জন প্রতিনিধিরা।
বাংলাদেশ সময়: ১৬২৪ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০১৬
এসজেডএম