ঢাকা, শুক্রবার, ১৭ কার্তিক ১৪৩১, ০১ নভেম্বর ২০২৪, ২৮ রবিউস সানি ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

ঢাকায় শাওমির গ্রাহক সেবাকেন্দ্র চালু

‌‌আইসিটি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪০ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০১৬
ঢাকায় শাওমির গ্রাহক সেবাকেন্দ্র চালু

বিশ্বখ্যাত মুঠোফোন প্রস্তুতকারক প্রতিষ্ঠান শাওমি ঢাকার বসুন্ধারা সিটির লেভেল-৫’এ অনুমোদিত গ্রাহক সেবা কেন্দ্র চালু করেছে।
সোমবার এক অনুষ্ঠানের মাধ্যমে শাওমির বাংলাদেশের অনুমোদিত পরিবেশক সোলার ইলেক্ট্রো বাংলাদেশের প্রধান নির্বাহী দেওয়ান কানন গ্রাহক সেবাকেন্দ্রটি উদ্বোধন করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, বাংলাদেশের তরুণদের কাছে ইতিমধ্যে শাওমি পছন্দের ব্র্যান্ড হিসেবে পরিচিত হয়েছে। আমাদের এই গ্রাহক সেবাকেন্দ্রের মাধ্যমে গ্রাহকদের উন্নত বিক্রয়োত্তর সেবা দিতে চায়।

আগামী ডিসেম্বরের মধ্যে দেশের প্রতিটি বিভাগীয় শহরে শাওমির গ্রাহক সেবাকেন্দ্রে চালু করা হবে বলেও জানান এ সময়।

অনূষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির বাংলাদেশের ব্যবসায় বিভাগের প্রধান আলমগীর চৌধুরী, বিক্রয় ব্যবস্থাপক আলমগীর হোসেন সহ সংশ্লিষ্টরা।

প্রতিষ্ঠানটির কর্মকর্তারা এতে জানান, বর্তমানে দেশের ৩৫টি জেলায় শাওমি নিজস্ব পরিবেশকের মাধ্যমে হ্যান্ডসেট বিপণন করছে।

গ্রাহক সেবাকেন্দ্র উদ্বোধনের পর  ‘শাওমি শপে’ শাওমির ফেসবুক ফ্যান পেজের ১ লাখ ফ্যানের মাইলফলক অর্জন করায় কেক কেটে তা উদযাপন করা হয়।

বাংলাদেশ সময়: ১৮৩৮ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০১৬
এসজেডএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।