ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

তারকাদের নগ্ন ছবি, ভিডিও হ্যাকে কারাদন্ড

আইসিটি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১১ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০১৬
তারকাদের নগ্ন ছবি, ভিডিও হ্যাকে কারাদন্ড

৩৬ বছর বয়সী রায়ান কলিন্স, তার বিরুদ্ধে আদালতে প্রথম অভিযোগ আনা হয় চলতি বছরের মে মাসে। অভিযোগ সত্য প্রমাণিত হওয়ায় তাকে ১৮ মাসেল জেল দেয় পেনসিলভেনিয়ার একটি আদালত।

রায়ানের বিরুদ্ধে অভিযোগ, নামকরা সব তারকাদের অ্যাকাউন্ট হ্যাক করে তাদের নগ্ন ছবি এবং ভিডিও হাতিয়ে নিয়েছিলেন তিনি। পরে তা অনলাইনেও ছড়িয়ে দেয়া হয়।

অভিযুক্ত এই ব্যক্তির হ্যাকিং এর শিকার হওয়া তারকাদের মধ্যে জেনিফার লরেন্স, ক্যাট অপটন, স্কেলেটার জোহানসন এবং ক্রিস্টেন ডোনাস্টের মত নামজাদা ব্যক্তিরাও রয়েছেন। তার বিরুদ্ধে এছাড়াও ৬০০ ব্যক্তির ইমেইল ইউজারনেম এবং পাসওয়ার্ড চুরির অভিযোগ আছে।

২০১২ থেকে ২০১৪ সালের মধ্যে হ্যাকিংয়ের এই ঘটনা ঘটান রায়ান এবং পর্যায়ক্রমে হ্যাককৃত ছবিগুলো অনলাইনে প্রকাশ করেন। যদিও আদালতে তার বিরুদ্ধে শুধু হ্যাকিংয়ের অভিযোগ আনা হয়েছে, কিন্তু ছবি প্রকাশের জন্য ভিন্ন কোন অভিযোগ আনা হয়নি।

রায়ান কলিন্স অভিযুক্ত হওয়ার আগ পর্যন্ত ৫০টি আইক্লাউড অ্যাকাউন্ট এবং ৭২টি জিমেইল অ্যাকাউন্টও হ্যাক করে।

এ ঘটনায় লস অ্যাঞ্জেলেসের আদালতে অভিযোগ দায়ের করা হলেও, শেষ পর্যন্ত তাকে সাজা দেয় তার নিজের রাজ্য পেনসিলভেনিয়ার আদালত।

বাংলাদেশ সময়: ১৬০৮ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০১৬
এমএডি/এসজেডএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।