ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

মাঝখানে উঁচু আর্গোনোমিক কিবোর্ড

আইসিটি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৮ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০১৬
মাঝখানে উঁচু আর্গোনোমিক কিবোর্ড

সার্ফেস স্টুডিও ছাড়াও একইসঙ্গে সার্ফেস আর্গোনোমিক কিবোর্ড, সার্ফেস কিবোর্ড এবং বৈচিত্রময় কয়েকটি কভার অবমুক্ত করেছে মাইক্রোসফট।

সফটওয়্যার জায়ান্টের আনুষ্ঠানিকভাবে প্রকাশিত কম্পিউটার অ্যাকসেসরিসগুলোর মধ্যে সার্ফেস আর্গোনোমিক কিবোর্ডের নকশা মন কাড়ানো।

দাম নির্ধারণ হয়েছে ২৩০ ডলার যা ভারতীয় রুপিতে প্রায় ৮ হাজার ৭০০।

সার্ফেস আর্গোনোমিকে দেয়া হয়েছে ‘এএএ’ ব্যাটারি, যেটা নিয়ে দাবি ব্যবহারের এক বছর পর্যন্ত এটি টেকসই হবে।
এতে আরো অফারের মধ্যে থাকছে এক বছর পর্যন্ত হার্ডওয়্যার ওয়ারেন্টি।

বর্তমানে এর প্রি অর্ডার নেয়া হচ্ছে। কিবোর্ডটি মাইক্রোসফটের সার্ফেস প্রো ৪, সার্ফেস বুক এবং সার্ফেস স্টুডিও ডিভাইসে ব্যবহারের উপযোগী। ১০১২ গ্রাম ওজনের এই ডিভাইসটির দৈর্ঘ্য, প্রস্থ এবং পুরুত্বের বৈশিষ্ট্য ৪৬০.১৪ বাই ২২৯.২২ বাই ৩৪.৭৩ মিমি.।

নকশার দিকে আসলে কিবোর্ডটিতে আছে দুইটি গ্রে রঙের শেড এবং মাঝখানে উঁচু। নকশার এই কৌশল বা পদ্ধতিটি ব্যবহার হয়েছে ব্যবহারকারীদের আরামদায়ক টাইপিং এর আনন্দ দেওয়ার জন্য।  

এছাড়া মাইক্রোসফটের অবমুক্ত আরেকটি সার্ফেস কিবোর্ডের নকশাও প্রায় এক। আকর্ষনীয় ধুসর রঙে ১০০ ডলারে এই ডিভাইসেরও প্রি অর্ডার চালু করেছে মাইক্রোসফট। ব্লুটুথ ক্ষমতাসম্পন্ন ওয়্যারলেস ডিভাইসটি ৫০ ফিটের মধ্যে কাজ করতে সক্ষম। এতেও একই ব্যাটারি ব্যবহার হয়েছে।

আরামদায়ক টাইপিং এর জন্য এই কিবোর্ডের নকশাতেও কিছুটা উঁচু করা হয়েছে। উইন্ডোজ ৮ থেকে উপরের সংস্করণ, উইন্ডোজ ১০ মোবাইল, ম্যাকওস এবং অ্যান্ড্রয়েড ৪.৪.২, অ্যান্ড্রয়েড ৫.০ ললিপপ ওএস’এ চলবে। এটি ব্লুটুথ ৪.০ সাপোর্ট করে। তবে দাম, প্রকাশের দিন এবং প্রি অর্ডার সম্পর্কিত কোনো তথ্য এখনও জানা যায়নি।

এছাড়া ৩০ ডলার মূল্যের নতুন সার্ফেস মাউসের প্রি অর্ডার চালু করেছে প্রতিষ্ঠানটি। মসৃণ অবয়বের ধুসর রঙের এই ওয়্যারলেস মাউসে ব্রাউজিং এর জন্য মেটাল স্ক্রল হুইল রয়েছে। ওজন ৯০.৯ গ্রাম, এতেও দেয়া হয়েছে এএএ ব্যাটারি, যেটা ১২ মার্স পর্যন্ত টেকসই।

এটা ল্যাপটপ, পিসি এবং ব্লুটুথ ৪.০ সহ উপরের ভার্সনগুলো সাপোর্ট করে। এছাড়া এটা মাইক্রোসফট সার্ফেস কিবোর্ডের মতো সব অপারেটিং সাপোর্ট করে। সবশেষে মাইক্রোসফট প্রকাশিত ভিন্ন কিছু সার্ফেস ৪ প্রো টাইপ কভার যার একটিতে ফিঙ্গারপ্রিন্ট আইডি আছে।

বাংলাদেশ সময়: ১৬১৪ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০১৬
এসজেডএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।