ঢাকা, শুক্রবার, ১৭ কার্তিক ১৪৩১, ০১ নভেম্বর ২০২৪, ২৮ রবিউস সানি ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

বিভিন্ন খাতের জন্য ‘বাফকম’

আইসিটি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৭ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০১৬
বিভিন্ন খাতের জন্য ‘বাফকম’

গঠন করা হচ্ছে বাংলাদেশ অ্যালায়েন্স ফর ফেয়ার কম্পিটিশন (বাফকম) নামক একটি বেসরকারি অলাভজনক সংগঠন। এতে বিভিন্ন অ্যাসোসিয়েশন, ব্যাংক, মিডিয়াসহ বিভিন্ন খাতের কর্তাব্যক্তিরা সম্পৃক্ত থাকবেন।

দেশের সামগ্রিক প্রতিযোগিতামূলক বাজার সৃষ্টির লক্ষে একটি স্বাধীন, সার্বভৌম, দক্ষ ও কার্যকর প্রতিযোগিতা কমিশন গঠন ও সুষ্ঠু প্রতিযোগিতার সুযোগ সৃষ্টি করতে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও তাদের প্রতিনিধিদের সাথে সম্মিলিতভাবে কাজ করার উদ্দেশ্যে এই অ্যালায়েন্স গঠন করা হচ্ছে।

আগামী ০২ নভেম্বর বাফকমের উদ্বোধন ও এর বিস্তারিত জানাতে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। রাজধানীর কারওয়ান বাজারস্থ বিডিবিএল ভবনের বেসিস মিলনায়তনে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।

বেসিস সভাপতি মোস্তাফা জব্বারের সভাপতিত্বে সংবাদ সম্মেলনে ভিসিপিইএবি, আইএসপিএবি, বাক্য, বিএমপিআইএ, সিপিএএবি, বাংলাদেশ কপিরাইট অ্যান্ড আইপি ফোরামসহ বিভিন্ন অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন।

বাংলাদেশ সময়: ২০২৪ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০১৬
এসজেডএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।