ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

সিম্ফোনি পি-৭ এ রাতেই উঠবে ভালো ছবি

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০০ ঘণ্টা, নভেম্বর ১, ২০১৬
সিম্ফোনি পি-৭ এ রাতেই উঠবে ভালো ছবি ছবি- ডি এইচ বাদল- বাংলানিউজটোয়েন্টিফোর

ঢাকা: রাতে কম আলোতে ছবি তোলা নিয়ে যেন গ্রাহকদের চিন্তিত হতে না হয় সেজন্য আধুনিক প্রযুক্তির ‘পি-৭’ হ্যান্ডসেট এনেছে সিম্ফোনি।

মঙ্গলবার (০১ নভেম্বর) রাজধানীর গুলশানে পুলিশ প্লাজা মার্কেটে স্মার্টফোনটি উন্মুক্ত করা হয়।

 

ট্রাই টোন ফ্ল্যাশ থাকার কারণে সিম্ফোনি পি-৭ হ্যান্ডসেটে ভালো ছবি উঠবে বলে জানিয়েছেন সিম্ফোনি মোবাইলের মার্কেটিং বিভাগের সিনিয়র ম্যানেজার জাহিদুল ইসলাম।

তিনি বলেন, সিম্ফোনি বরাবরই গ্রাহকদের চাহিদার দিকে নজর রেখে মোবাইল তৈরি করেছে। নতুন হ্যান্ডসেটটিতে থাকছে ট্রাই টোন ফ্ল্যাশ, যা দিয়ে রাতে কম আলোতে ভালো ছবি তোলা সম্ভব হবে। এছাড়া হ্যান্ডসেটটিতে বিভিন্ন নতুন সুবিধা রাখা হয়েছে।  

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিম্ফোনির সিনিয়র ডিরেক্টর রেজোয়ানুল হক, মার্কেটিং ডিরেক্টর আশনাফুল হক, ন্যাশনাল সেলস ম্যানেজার এম এ হান্নান।

সিম্ফোনি মোবাইল থেকে জানানো হয়, পি-৭ হ্যান্ডসেটটির পর্দা ৫.৩ ইঞ্চি এইচডি আইপিএস ডিসপ্লে, অপারেটিং সিস্টেমে ব্যবহার করা হয়েছে অ্যান্ড্রয়েড ৬ মার্শম্যালো। ডিআরথ্রি র্যাম থাকার কারণে গেমস ও অ্যাপসের পারফরম্যান্স হবে দুর্দান্ত।  

২ জিবি র্যামের সঙ্গে ১৬ জিবি অভ্যন্তরীণ ধারণক্ষমতা সম্পন্ন ফোনটিতে রাখা যাবে অনেক বেশি গান, ভিডিও, ছবি। ব্যবহারকারীরা চাইলে মেমোরি কার্ডের মাধ্যমে ধারণক্ষমতা ৩২ জিবি পর্যন্ত বাড়াতে পারবেন।

দুই হাজার ৬শ’ এমএএইচ ব্যাটারির হ্যান্ডসেটটির ব্যাটারি লিথিয়াম আয়ন। গ্রে, হোয়াইট ও গোল্ড এ তিন রঙে পাওয়া যাবে সিম্ফোনি পি-৭।

এতোসব সুবিধাসম্পন্ন হ্যান্ডসেটটির মূল্য নির্ধারণ করা হয়েছে ৮ হাজার ৯৯০ টাকা।  
বাংলাদেশ সময়: ১২৫৫ ঘণ্টা, নভেম্বর ০১, ২০১৬
ইউএম/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।