দৈনন্দিন জীবনে ইন্টারনেট এখন আর সাধারন কোন বিষয় নয়। মনুষ্য জীবনের নিরাপত্তার মত এখন জরুরী হয়ে পড়েছে ইন্টারনেটের নিরাপত্তার বিষয়টিও।
সেটি মাথায় রেখে উচ্চ প্রযুক্তি ব্যবহারকারীদের মধ্যে গুরুত্বপূর্ণ স্থানে থাকা যুক্তরাজ্য বিশাল এক পদক্ষেপ নিয়েছে। তারা তাদের দেশের ইন্টারনেট ও সাইবার নিরপত্তাকে গুরুত্ব দিয়ে ১.৯ বিলিয়ন ডলারের বাজেট ঘোষণা করেছে।
মঙ্গলবার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছেন যুক্তরাজ্যের অর্থমন্ত্রী ফিলিপ হ্যামন্ড। সাইবার নিরাপত্তায় কৌশলগত কাজে বরাদ্ধকৃত এ অর্থে গড়ে তোলা হবে স্বয়ংক্রিয় নিরাপত্তা ব্যবস্থা। যার মাধ্যমে প্রতিরোধ করা হবে ওয়েব হ্যাকিং, বাড়ানো হবে ইন্টারনেটের সার্বিক নিরাপত্তা আর সুরক্ষিত করা হবে সরকারি সব ডোমেইন।
এছাড়া এ অর্থে পুলিশ বাহিনীতে যুক্ত করা হবে ইন্টারনেট বিষয়ে বিশেষভাবে দক্ষ পুলিশ সদস্যদের নিয়ে বিশেষ একটি ইউনিট। যাদের কাজ হবে অনলাইনে অনাকাঙ্খিত ঘটনা ঠেকানো এবং অনলাইন অপরাধীদেরকে চিহ্নিত করে বিচারের সম্মুখীন করা।
একইসাথে অনলাইন নিরাপত্তা বিশেষজ্ঞদের পড়াশোনা আর প্রশিক্ষণেও ব্যয় করা হবে এই অর্থ।
অর্থমন্ত্রী হ্যামন্ড তার বিবৃতিতে পুরো পরিকল্পনাটিকে ‘ন্যাশনাল সাইবার সিকিউরিটি স্ট্রাটেজী’ বলে অভিহিত করেছেন।
বাংলাদেশ সময়: ১৮৫৭ ঘণ্টা, নভেম্বর ০১, ২০১৬
এমএডি/এসজেডএম