ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

ওটিটি সল্যুশনে যৌথভাবে কাজ করবে রবি ও ইন্টারক্লাউড

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২২ ঘণ্টা, নভেম্বর ১, ২০১৬
ওটিটি সল্যুশনে যৌথভাবে কাজ করবে রবি ও ইন্টারক্লাউড

ঢাকা: গ্রাহকদের জন্য নতুন ডিজিটাল সেবা আনার লক্ষ্যে বিভিন্ন ধরনের ওভার দ্য টপ (ওটিটি) প্রকল্পে যৌথভাবে কাজ করার জন্য চুক্তিবদ্ধ হয়েছে রবি আজিয়াটা লিমিটেড এবং ইন্টারক্লাউড লিমিটেড (নভো গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান)।

ডিজিটাল জীবনধারার পরিবর্তনের সাথে গ্রাহকরা যাতে সহজে খাপ খাইয়ে নিতে পারেন সে লক্ষ্যে এ যৌথ উদ্যোগ, মঙ্গলবার (০১ নভেম্বর) সংবাদ বিজ্ঞপ্তিতে জানায় রবি।

রবির সদ্য বিদায়ী ম্যানেজিং ডিরেক্টর ও সিইও সুপুন বীরাসিংহে এবং ইন্টারক্লাউডের ম্যানেজিং ডিরেক্টর সৈয়দ মইনুল হক গত ৩০ অক্টোবর রবির করপোরেট অফিসে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সই করেন।

মঙ্গলবার রবির ম্যানেজিং ডিরেক্টর ও সিইও পদে সুপুন বীরাসিংহের স্থলাভিষিক্ত হয়েছেন মাহতাব উদ্দিন আহমেদ।

রবির নতুন ম্যানেজিং ডিরেক্টর ও সিইও মাহতাব উদ্দিন আহমেদ; চিফ করপোরেট ও পিপল অফিসার মতিউল ইসলাম নওশাদ; সদ্য বিদায়ী চিফ ফিন্যান্সিয়াল অফিসার ইয়াপ ওয়াই ইপ; কান্ট্রি হেড অব ডিজিটাল সার্ভিসেস মানজুর রহমান; ফিন্যান্স অ্যান্ড ডিজিটাল ভেঞ্চারস এর জেনারেল ম্যানেজার মহান্নাদ আলম খান এবং ওটিটি সল্যুশনস অ্যান্ড পার্টনারশিপ ম্যানেজার শাফিন দাউদ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

নভো গ্রুপের চেয়ারম্যান ফাইজ খান; ইন্টারক্লাউডের চিফ মার্কেটিং অফিসার হাসিবুর রশিদ এবং চিফ ইনফরমেশন অফিসার রেজাউল কবিরও চুক্তি সই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৯১৬ ঘণ্টা, নভেম্বর ০১, ২০১৬
এমআইএইচ/এমজেএফ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।