ঢাকা, বুধবার, ২৪ পৌষ ১৪৩১, ০৮ জানুয়ারি ২০২৫, ০৭ রজব ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

টুইটার সেবায় যুক্ত হল ‘টুইট বাটন’

মনোয়ারুল ইসলাম | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫৫৫ ঘণ্টা, আগস্ট ১৪, ২০১০
টুইটার সেবায় যুক্ত হল ‘টুইট বাটন’

মাইক্রো ব্লগিং সাইট টুইটারে যুক্ত হয়েছে ‘টুইট বাটন’। এর মাধ্যমে টুইটার ব্যবহারকারীরা বিভিন্ন ওয়েবপৃষ্ঠা স্বয়ংক্রিয়ভাবে যুক্ত করতে পারবে।

ফলে টুইটারে এক্সটার্নাল লিংক যুক্ত করার প্রক্রিয়াটি সহজ হল।

ব্যবহারকারী যখন কোনো ওয়েবপৃষ্ঠা পর্যবেক্ষণ করবে তখন সে টুইট বাটন এর মাধ্যমে ওয়েবপৃৃষ্ঠাটি নিজের প্রোফাইলে যুক্ত করতে পারবে। বাটনটিতে কাজ করতে এর উপর চাপ দিতে হবে। তারপর একটি পপআপ বক্স আসবে। যেখানে ঐ ওয়েবপৃষ্ঠার ইউআরএল এর সংক্ষিপ্ত সংস্করণ প্রদর্শিত হবে।

তারপর ইউআরএল এর পাশে নিজের ইচ্ছেমত বার্তা লিখে ইউজার নামের মাধ্যমে তা নিজের প্রোফাইলে পোষ্ট করা যাবে। সেবাটি উপভোগে ব্যবহারকারীকে অবশ্যই টুইটার সাইন ইন করতে হবে।

বাংলাদেশ স্থানীয় সময় ১৫১৫ ঘণ্টা, আগস্ট ১৪, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।