ব্যবহারকারীদের সুরক্ষার কথা বিবেচনা করে অপারেটিং সিস্টেম উইন্ডোজের স্পর্শকাতর একটি ত্রুটির বিষয় জনসম্মুখে প্রকাশ করলো প্রযুক্তি নিয়ে কাজ করা আরেক প্রতিষ্ঠান সার্চ জায়ান্ট গুগল।
গুগলের তথ্য মতে, এই ত্রুটি বা বাগের মাধ্যমে উইন্ডোজের কার্নেলসহ পুরো অপারেটিং সিস্টেমকে প্রভাবিত করা সম্ভব।
ত্রুটির বিষয়টি প্রকাশ করতে গিয়ে গুগল তার অফিসিয়াল ব্লগে গত সোমবার বলেছে, উইন্ডোজের এই ত্রুটির বিষয়টি মাইক্রোসফটকে ১০ দিন আগে জানিয়েছিল তারা।
কিন্তু গ্রাহক সুরক্ষায় এই সময়ের মধ্যে মাইক্রোসফট কার্যকর কোন পদক্ষেপ গ্রহণ করেনি। তাই জনসচেতনতার খাতিরে বিষয়টি তারা জনসম্মুখে প্রকাশ করেছে।
গুগল আরও বলেছে, প্রকাশিত ত্রুটি গ্রাহকের জন্য বিশেষভাবে সংকটের কারণ হতে পারে। তবে বিকল্প উপায় হিসেবে গ্রাহকরা এখন গুগল ক্রোম ব্যবহার করতে পারেন। যদিও উইন্ডোজে ত্রুটিটি এখনো ঠিক করা হয়নি কিন্তু ক্রোম এই সময় গ্রাহককে নিরাপদ রাখতে সাহায্য করবে।
এদিকে গুগলের এমন উদ্যোগে বেজায় নাখোশ মাইক্রোসফট। তারা বলেছে গুগলের বেঁধে দেয়া সময়ে এই ত্রুটি সারানো কোন ভাবেই সম্ভব না।
প্রসঙ্গত, উইন্ডোজের যে ত্রুটিটি গুগল শনাক্ত করেছে তা হল, উইন্ডোজের ভিতরে সিস্টেম ফাইলের মধ্যে একটি ফাইল আছে উইন৩২কে.সিস নামে।
এমন ত্রুটির ফলে হ্যাকাররা বর্তমানে ফাইলটি পরিবর্তন করে ফেলতে সক্ষম।
বাংলাদেশ সময়: ১৪৫০ ঘণ্টা, নভেম্বর ০২, ২০১৬
এমএডি/এসজেডএম