ঢাকা, শুক্রবার, ১৭ কার্তিক ১৪৩১, ০১ নভেম্বর ২০২৪, ২৮ রবিউস সানি ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

ফ্রি ওয়াইফাই’র আওতায় না’গঞ্জের ১২ নং ওয়ার্ড

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২১৫ ঘণ্টা, নভেম্বর ২, ২০১৬
ফ্রি ওয়াইফাই’র আওতায় না’গঞ্জের ১২ নং ওয়ার্ড ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

নারায়ণগঞ্জ: ডিজিটাল ওয়ার্ড গড়ার প্রত্যয়ে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের (নাসিক) ১২ নং ওয়ার্ডকে পুরোপুরি ফ্রি ওয়াইফাই’র আওতায় এনেছেন এর কাউন্সিলর শওকত হাসেম শকু।  

নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য সেলিম ওসমানের সার্বিক সহযোগিতায় তিনি এ ডিজিটাল কর্মসূচি বাস্তবায়ন করেছেন।

বুধবার (২ নভেম্বর) রাতে ওয়ার্ডের বাগে জান্নাত এলাকায় ফ্রি ওয়াইফাই চালু হয়। এর আগে মঙ্গলবার (১ নভেম্বর) বিকেলে উত্তর চাষাঢ়া এলাকায় চালু হয় ওয়াইফাই। পর্যায়ক্রমে বৃহস্পতিবার (৩ নভেম্বর) ডন চেম্বার এলাকায় এবং শুক্রবার (৪ নভেম্বর) খানপুর এলাকায় এ সেবা উন্মুক্ত করে দেওয়া হবে।

এ বিষয়ে কাউন্সিলর শওকত হাসেম শকু বলেন, আমি অঙ্গীকার করেছি নারায়ণগঞ্জের ২৭টি ওয়ার্ডের মধ্যে ১২ নং ওয়ার্ড হবে সবচেয়ে ডিজিটাল ওয়ার্ড। আর এ কারণেই ডিজিটাল ওয়ার্ড হবে, কারণ আমার এ ওয়ার্ডবাসীর কাউকেই নাগরিক কোনো সেবার জন্য নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের কাছে যেতে হয় না। আমার কাউন্সিল অফিস থেকেই ওয়ার্ডবাসীকে নাগরিক সেবা দেওয়া হয়।

বাংলাদেশ সময়: ২২১০ ঘণ্টা, নভেম্বর ০২, ২০১৬
এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।