ঢাকা, শুক্রবার, ১৭ কার্তিক ১৪৩১, ০১ নভেম্বর ২০২৪, ২৮ রবিউস সানি ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

মায়ানমারের রাষ্ট্রদূতের সঙ্গে দেখা করেছেন বিসিএস সভাপতি

আইসিটি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২৪ ঘণ্টা, নভেম্বর ৫, ২০১৬
মায়ানমারের রাষ্ট্রদূতের সঙ্গে দেখা করেছেন বিসিএস সভাপতি

বাংলাদেশে নিযুক্ত মায়ানমারের রাষ্ট্রদূত মিও মিন্ট থান (Myo Myint Than) এর সঙ্গে দেখা করেছেন বাংলাদেশ কম্পিউটার সমিতি (বিসিএস) এর সভাপতি আলী আশফাক।

বৃহস্পতিবার মায়ানমারের রাষ্ট্রদূতের কার্যালয়ে সৌজন্য সাক্ষাতের সময় আইসিটি সংক্রান্ত বিভিন্ন বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা অনুষ্ঠিত হয়।


বিসিএস সুত্র মতে, সৌজন্য সাক্ষাতে রাষ্ট্রদূত মিউ মিন্ট থান বলেছেন, তথ্যপ্রযুক্তিতে এশিয়ার সর্ববৃহৎ সংগঠন এশিয়ান- ওশেনিয়ান কম্পিউটিং ইন্ডাস্ট্রি অরগেনাইজেশন (অ্যাসোসিও) মায়ানমারে ‘২০১৬  অ্যাসোসিও আইসিটি সামিট’ করতে যাচ্ছে।

এই সম্মেলনের আয়োজনের দায়িত্বে রয়েছে মায়ানমার কম্পিউটার ফেডারেশন (এমসিএফ)। এই সম্মেলনে অংশগ্রহন করতে মায়ানমার দূতাবাস বিসিএসকে সব ধরনের সহযোগিতা প্রদান করবে। এছাড়াও দুই দেশের তথ্যপ্রযুক্তি সম্প্রীতি বন্ধন দৃঢ় করতেও আমরা পাশে থাকবো।

বিসিএস সভাপতি আলী আশফাক মায়ানমারের রাষ্ট্রদূতকে ধন্যবাদ দিয়ে বলেন, তথ্যপ্রযুক্তির এই সম্মেলনে অংশগ্রহন করতে আপনাদের সহযোগিতা আমাদের মুগ্ধ করেছে।

দুই দেশের তথ্যপ্রযুক্তি সংগঠনগুলোর মধ্যে নিয়মিত যোগাযোগের মাধ্যমে আইসিটি ব্যবসা সম্প্রসারণ হবে। ‘২০১৬  অ্যাসোসিও আইসিটি সামিট’ নিয়ে আমরা আশাবাদী।

সাক্ষাতকালে আরো উপস্থিত ছিলেন মায়ানমার দূতাবাসের ফাস্ট সেক্রেটারি জ লিন মিন্ট ( Zaw Lynn Myint),  মিনিস্টার কাউন্সিলর অং মিন্ট (Aung Myint) এবং বিসিএস এর পরিচালক মো. শাহিদ-উল-মুনির।

বাংলাদেশ সময়: ২১২১ ঘণ্টা, নভেম্বর ০৫, ২০১৬
এসজেডএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।