গুগল ময়মনসিংহ লোকাল গাইডস এর আয়োজনে নব গঠিত বিভাগীয় শহর ময়মনসিংহে অনুষ্ঠিত হল মিটআপ ও ম্যাপ এডিটিং বিষয়ক এক কর্মশালা।
৪ নভেম্বর শুক্রবার জয়নুল আবেদিন সংগ্রহশালার অডিটোরিয়ামে বিকেলে এই কর্মশালার আয়োজন করা হয়।
কর্মশালায় আগতদের সামনে গুগল লোকাল গাইডস এর বিভিন্ন বিষয় তুলে ধরা হয়। এছাড়াও গুগল ম্যাপে প্লেস সংযুক্ত করা, ম্যাপ এডিট করা ও লোকাল গাইডস কানেক্ট সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়।
অনুষ্ঠানে বক্তারা বলেন, ময়মনসিংহের পর্যটন স্থান গুলোকে সারা বিশ্বে তুলে ধরতেই এই আয়োজন। পাশাপাশি এই মিটাআপের মধ্য দিয়ে কিছু নতুন ম্যাপার সন্ধান পাব আমরা, যারা গুগল লোকাল গাইডস হিসেবে ময়মনসিংহকে বিশ্বে তুলে ধরবে।
কর্মশালার প্রতিটি বিষয় নিয়ে আলোচনার পর ঐ বিষয়ের উপর প্রশ্ন করা হয় এবং সঠিক উত্তরদাতাকে পুরস্কৃতও করা হয়। পাশাপাশি এই মিটাআপে লোকাল গাইডস কানেক্ট নিয়েও আলোচনা করা হয়েছে।
কর্মশালাটির পার্টনার ছিল কোডেক্স সফটওয়্যার সলিউশন লি:, সফট টেক আইটি, পিক্সেল ঢাকা ও সফট ইভার।
বাংলাদেশ সময়: ২১২৯ ঘণ্টা, নভেম্বর ০৫, ২০১৬
এসজেডএম