ঢাকা, শুক্রবার, ১৭ কার্তিক ১৪৩১, ০১ নভেম্বর ২০২৪, ২৮ রবিউস সানি ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

নিয়োগে অর্থ লেনদেন হলে চাকরি থাকবে না: তারানা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪২ ঘণ্টা, নভেম্বর ৬, ২০১৬
নিয়োগে অর্থ লেনদেন হলে চাকরি থাকবে না: তারানা

ঢাকা: অর্থের বিনিময়ে কোনো কর্মকর্তা ডাক বিভাগে নিয়োগ দেওয়ার চেষ্টা করলে তাকে চাকরিচ্যুত করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম।

বিশ্ব ডাক দিবস উদযাপন উপলক্ষে রোববার (৬ নভেম্বর) সকালে জিপিওতে (জেনারেল পোস্ট অফিস) ডাক বিভাগের শ্রেষ্ঠ কর্মচারীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে তিনি একথা বলেন।

প্রধান অতিথির বক্তব্যে তারানা আরও বলেন, নিয়োগের ক্ষেত্রে দুর্নীতির কোনো কথা যেনো আমার কানে না আসে, কোথাও কোনো চাকরির জন্য অর্থের আদান- প্রদান হয়েছে এমন অভিযোগ এলে সংশ্লিষ্ট কর্মকর্তা চাকরি হারাবেন।

তিনি বলেন, আপনাদের গায়ে কালি লাগলে সেটা আমার গায়ে লাগে।

ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব ফয়জুর রহমান চৌধুরী, ডাক বিভাগের মহাপরিচালক প্রবাস চন্দ্র সাহা, অতিরিক্ত মহাপরিচালক সুধাংশু শেখর ভদ্র প্রমুখ এসময় বক্তব্য রাখেন।

বাংলাদেশ সময়: ১২৩৭ ঘণ্টা, নভেম্বর ০৬, ২০১৬
এমআইএইচ/এটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।