নিজেদের কাজের গতিকে আরও বাড়িয়ে নিতে জার্মানির যন্ত্রাংশ নির্মাতা প্রতিষ্ঠান গ্রোহম্যান ইঞ্জিনিয়ারিং জিএমবিএইচ’কে কিনে নিচ্ছে যুক্তরাষ্ট্রের বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলা।
গ্রোহম্যান মূলত বৈদ্যুতিক গাড়ির জন্য ব্যাটারি, ফুয়েল সেলসহ বিভিন্ন জিনিস তৈরি করে থাকে।
ক্যালিফোর্নিয়া ভিত্তিক প্রতিষ্ঠান টেসলার পরিকল্পনা ২০১৮ সালের মধ্যে তাদের গাড়ি উৎপাদন বর্তমানের থেকে ৬ গুণ বাড়াবে। সংখ্যার হিসেবে যা প্রায় ৫ লাখের মতো। আর চলতি বছর টেসলা ৮০ হাজারের মতো বৈদ্যুতিক গাড়ি তৈরি করেছে।
এদিকে কত টাকার বিনিময়ে টেসলা গ্রোহম্যানকে কিনে নিচ্ছে সে বিষয়ে কিছুই বলা হয়নি। তবে জানা গেছে, গ্রোহম্যানকে টেসলার অধিগ্রহণের বিষয়ে জার্মানির কার্টেল কর্তৃপক্ষের অনুমোদন লাগবে।
টেসলা জানিয়েছে, গ্রোহম্যানকে নিজের করে নিলে সেখানে কমপক্ষে আরও এক হাজার প্রকৌশলী নিয়োগ দেওয়া হবে।
জার্মানির নেদারল্যান্ড এবং লুক্সেমবার্গের সীমানা ঘেঁষে স্থাপিত এই প্রতিষ্ঠানটিতে বর্তমানে ৭০০ প্রকৌশলী কাজ করছে।
অধিগ্রহণের পর গ্রোহম্যান নতুন করে ‘টেলসা গ্রোহম্যান অটোমেশান’ নামে পরিচিতি পাবে বলে জানিয়েছে টেলসা।
বাংলাদেশ সময়: ১৫৪৬ ঘণ্টা, নভেম্বর ০৯, ২০১৬
এমএডি/এসজেডএম