ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

ডিজিটাল আকাঙ্ক্ষা বাস্তবায়নে মোবাইল অপারেটরদের ভূমিকা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪৬ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০১৬
ডিজিটাল আকাঙ্ক্ষা বাস্তবায়নে মোবাইল অপারেটরদের ভূমিকা

সরকারের ডিজিটাল আকাঙ্ক্ষা এবং তা বাস্তবায়নে মোবাইল ফোন অপারেটরদের ভূমিকা নিয়ে টেলিনর গ্রুপের সঙ্গে আলোচনা করেছে ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম এবং বিটিআরসি চেয়ারম্যান ড. শাহজাহান মাহমুদ।

ঢাকা: সরকারের ডিজিটাল আকাঙ্ক্ষা এবং তা বাস্তবায়নে মোবাইল ফোন অপারেটরদের ভূমিকা নিয়ে টেলিনর গ্রুপের সঙ্গে আলোচনা করেছে ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম এবং বিটিআরসি চেয়ারম্যান ড. শাহজাহান মাহমুদ।  

টেলিনরের পক্ষে হেড অফ রেগুলেটরি অ্যান্ড পাবলিক অ্যাফেয়ার্স হাকন ব্রুসেট শল উপস্থিত ছিলেন।

সম্প্রতি থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে চলমান আইটিইউ টেলিকম ওয়ার্ল্ড ২০১৬-তে তাদের সাক্ষাৎ হয়েছে বলে বুধবার (১৬ নভম্বর) গ্রামীণফোন থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

বাংলাদেশ সময়: ১৭২৮ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০১৬
এমআইএইচ/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।