ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

বিএনসিসি-গ্রামীণফোন চুক্তি

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪৩ ঘণ্টা, নভেম্বর ১৭, ২০১৬
বিএনসিসি-গ্রামীণফোন চুক্তি

গ্রামীণফোন তার বিজনেস সলিউশনস প্যাকেজের অধীনে পরিপূর্ণ যোগাযোগ সুবিধা প্রদানের জন্য বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি) এর সাথে একটি চুক্তি সই করেছে।

ঢাকা: গ্রামীণফোন তার বিজনেস সলিউশনস প্যাকেজের অধীনে পরিপূর্ণ যোগাযোগ সুবিধা প্রদানের জন্য বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি) এর সাথে একটি চুক্তি সই করেছে।

বিএনসিসি’র মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এস এম ফেরদৌস এবং গ্রামীণফোনের হেড অব ডিরেক্ট, সেলস সাজ্জাদ আলম নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষ থেকে চুক্তিতে সই করেন।

এ সময় উপস্থিত ছিলেন গ্রামীণফোনের হেড অফ ডিস্ট্রিবিউশন অ্যান্ড রিটেইল সেলস আওলাদ হোসেন, হেড অফ বিজনেস সেলস মোহাম্মদ বাকী বিল্লাহ, বিএনসিসি’র জিএসও-২ মেজর সালেহ উদ্দিন আহমেদ এবং উভয় প্রতিষ্ঠানের অন্যান্য কর্মকর্তা।

বৃহস্পতিবার (১৭ নভেম্বর) গ্রামীণফোন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

বাংলাদেশ সময়: ১৯৪০ ঘণ্টা, নভেম্বর ১৭, ২০১৬
এমআইএইচ/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।