ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

বাগডুমে’র পক্ষে সাব্বির রহমানকে পুরস্কার

আইসিটি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২৬ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০১৬
বাগডুমে’র পক্ষে সাব্বির রহমানকে পুরস্কার

দেশের শীর্ষস্থানীয় ই-কমার্স প্রতিষ্ঠান বাগডুম ডট কম রাজশাহী কিংসের অন্যতম স্পন্সর। আইকন ক্রিকেটার সাব্বির রহমান বিপিএলের ইতিহাসে সর্বোচ্চ ১২২ রানের ইনিংস করায় প্রতিষ্ঠানটি সম্প্রতি এক অনুষ্ঠান আয়োজন করে তাকে উপহার প্রদান করে।
 

দেশের শীর্ষস্থানীয় ই-কমার্স প্রতিষ্ঠান বাগডুম ডট কম রাজশাহী কিংসের অন্যতম স্পন্সর। আইকন ক্রিকেটার সাব্বির রহমান বিপিএলের ইতিহাসে সর্বোচ্চ ১২২ রানের ইনিংস করায় প্রতিষ্ঠানটি সম্প্রতি এক অনুষ্ঠান আয়োজন করে তাকে উপহার প্রদান করে।

বাগডুম ডট কম’র প্রধান নির্বাহী সৈয়দা কামরুন আহমেদ  সাব্বিরের এই অর্জনে শুভেচ্ছা জানিয়ে বলেন, সাব্বির বাংলাদেশ ক্রিকেটের এক উজ্জল নক্ষত্র ও ভবিষ্যত আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের পরাশক্তি।

উল্লেখ্য, বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ২০১৬-এর চতুর্থ আসরে রাজশাহী কিংস এর স্পন্সরশিপ সহ মার্চেন্ডাইজিং রাইটস নেয় দেশের সেরা এই লাইফস্টাইল ভিত্তিক ই-কমার্স প্ল্যাটফর্ম।

বাংলাদেশ সময়: ১৯২৩ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০১৬
এসজেডএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।