ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

দেশব্যাপী ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ শুরু করছে আইসিটি বিভাগ

আইসিটি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫৪ ঘণ্টা, নভেম্বর ২১, ২০১৬
দেশব্যাপী ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ শুরু করছে আইসিটি বিভাগ

সরকার দেশকে ডিজিটাল বাংলাদেশ হিসেবে বাস্তবায়নে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। বিশেষকরে দেশের তরুণ প্রজন্মকে ডিজিটাল শিক্ষায় দক্ষ করে সেই পরিকল্পনা বাস্তবায়ন করতে কিছু প্রকল্প হাতে নিয়ে আইসিটি বিভাগ।

সরকার দেশকে ডিজিটাল বাংলাদেশ হিসেবে বাস্তবায়নে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। বিশেষকরে দেশের তরুণ প্রজন্মকে ডিজিটাল শিক্ষায় দক্ষ করে সেই পরিকল্পনা বাস্তবায়ন করতে বেশ কিছু প্রকল্প হাতে নিয়ে আইসিটি বিভাগ।

যার মধ্যে রয়েছে লার্নিং অ্যান্ড আর্নিং ডেভলপমেন্ট প্রকল্প।

দেশের তরুণ প্রজন্মের আত্মকর্মসংস্থান অবারিত করতে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ শীঘ্রই দেশব্যাপী শুরু করতে যাচ্ছে প্রকল্প কার্যক্রম। ‘লার্নিং অ্যান্ড আর্নিং’ নামক এই প্রকল্পের আওতায় ৫০ দিনব্যাপী ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ গ্রহণ করতে পারবেন দেশের তরুণ প্রজন্ম।

প্রশিক্ষণটি নিতে যোগ্যতা নুন্যতম এইচএসএসসি বা সমমান পাশ হতে হবে। গ্রাফিক্স ডিজাইন, ওয়েব জিজাইন ও ডেভলপমেন্ট, ডিজিটাল মার্কেটিং এর মতো যুগোপযোগী বিষয়ে তাদের প্রশিক্ষণ দেয়া হবে।

আগ্রহীদের এজন্য রেজিস্ট্রেশন ও অনলাইনে পরীক্ষা দিতে হবে। ভিজিট করতে হবে এই(www.ictd.gov.bd
www.facebook.com/ ictdivision.ledp
)সাইট।

এছাড়া প্রশিক্ষণ গ্রহণে আগ্রহীরা সরাসরি ফোনেও যোগাযোগ করতে পারবেন।

৮ বিভাগের যোগাযোগ নাম্বার উল্লেখ করা হলো-

ঢাকা-ময়মনসিংহ ০১৬১৮০০৭৭৮৮
চট্টগ্রাম-সিলেট ০১৬১১৭৭৭৭৭০
রাজশাহী-রংপুর ০১৭১১১১৬২০২
খুলনা-বরিশাল ০১৭৯৫৪৪৪৮৮৮

বাংলাদেশ সময়: ১৯৫০ ঘণ্টা, নভেম্বর ২১, ২০১৬
এসজেডএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।