বিশ্বখ্যাত বহুজাতিক আইটি কোম্পানি আসুস বাংলাদেশের বাজারে উন্মুক্ত করেছে দ্বিতীয় প্রজন্মের ‘জেনফোন গো’ স্মার্টফোন।
প্রথম প্রজেন্মর জেনফোন গো‘র তুলনায় নতুন মডেলটির ডিজাইন আলাদা, এর প্রসেসর ও ব্যাটারি আগের তুলনায় উন্নত।
ফোনটির ৪.৫ ইঞ্চি ডিসপ্লেতে ৮৫৪ বাই ৪৮০ পিক্সেল সমন্বয় করা হয়েছে।
আইপিএস এলসিডি প্রযুক্তির ডিসপ্লের পাশাপাশি এতে কোয়ালকম এমএসএম ৮২১২ স্ন্যাপড্রাগন ২০০ কোয়াড কোর প্রসেসর, ১ গিগাবাইট র্যাম এবং ৮ গিগাবাইট ইন্টারনাল স্টোরেজ অন্তর্ভূক্ত করা হয়েছে। মেমোরি বাড়িয়ে নিতে আছে মাইক্রো এসডি কার্ড। ফলে ৬৪ গিগাবাইট পর্যন্ত মেমোরি বাড়ানো যাবে।
অ্যান্ড্রয়েড ললিপপ ৫.০ অপারেটিং সিস্টেমের এই ফোনের ইউজার ইন্টারফেস হিসেবে রয়েছে আসুসের নিজস্ব জেন ইউআই। এর মাধ্যমে ব্যবহারকারী খুব সহজেই ফোনের লঞ্চার, থিম কিংবা আইকন পছন্দ মত পরিবর্তন করতে পারবেন। আরও আছে জেন মোশন, স্ন্যাপ ভিউ, ট্রেন্ড মাইক্রো সিকিউরিটি সহ আরও অনেক ফিচার যা ব্যাবহারকারীকে দিবে নতুন অভিজ্ঞতা।
ছবি তোলার জন্য আছে ডুয়েল টোন এলইডি ফ্ল্যাশসহ ৫ মেগাপিক্সেল ক্যামেরা। জেনফোন গো এর পিক্সেল মাস্টার প্রযুক্তির এই ক্যামেরা অ্যাপ্লিকেশনে রয়েছে লাইভ ছবি এডিটিং, ফিল্টার ব্যবহার, সেলফি প্যানারোমা সহ থাকছে আরো সব ফিচার।
কম আলোতেও তোলা যাবে চমৎকার ছবি। সেলফি ও ভিডিও চ্যাটের জন্য সামনে রয়েছে ভিজিএ ক্যামেরা। ডুয়েল সিম সুবিধার এই ফোনের ব্যাটারি ক্ষমতা ২ হাজার ৭০ মিলিঅ্যাম্পিয়ার।
সাদা,কালো এবং নীল ৩ টি রঙে পাওয়া যাচ্ছে স্মার্টফোনটি।
৬ হাজার ৫৯০ টাকা মূল্যের এই স্মার্টফোনের বিক্রয়োত্তর সেবা এক বছর। ঢাকা সহ সারাদেশে পাওয়া যাচ্ছে ফোনটি।
বাংলাদেশ সময়: ১৬৫৯ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০১৬
এসজেডএম