ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

চাঁদপুরে ৮৯ ইউনিয়নের অনলাইন নাগরিক সেবা চালু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১৯ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০১৬
চাঁদপুরে ৮৯ ইউনিয়নের অনলাইন নাগরিক সেবা চালু

চাঁদপুর জেলার আট উপজেলার ৮৯ ইউনিয়নের অনলাইনে নাগরিক সেবা কার্যক্রম উদ্বোধন করা হয়েছে।

চাঁদপুর: চাঁদপুর জেলার আট উপজেলার ৮৯ ইউনিয়নের অনলাইনে নাগরিক সেবা কার্যক্রম উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার (২৪ নভেম্বর) বিকেল ৩টায় চাঁদপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ইউনিয়ন পরিষদ (ইউপি) অনলাইন সনদ অ্যাপ্লিকেশন আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মো. শাহ্ কামাল।

এ সময় উপস্থিত ছিলেন-দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সত্য ব্রত সাহা, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক মো. রিয়াজ আহমেদ,  দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মো. মোহসনী, ইউএনডিপির সহকারী কান্ট্রি ডিরেক্টর খুরশিদ আলম ও চাঁদপুর জেলা প্রশাসক মো. আব্দুস সবুর মন্ডল।

এখন থেকে চাঁদপুর জেলার ৮৯ ইউনিয়নের যে কোনো বাসিন্দা দেশ ও বিদেশ থেকে নাগরিক সনদের জন্য অনলাইনে আবেদন করতে পারবেন।

বাংলাদেশ সময়: ১৯১৫ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০১৬
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।