ঢাকা, শুক্রবার, ১৭ কার্তিক ১৪৩১, ০১ নভেম্বর ২০২৪, ২৮ রবিউস সানি ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

বাংলাদেশ এলটিই সামিট-২০১৬ শুরু

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৫৮ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০১৬
বাংলাদেশ এলটিই সামিট-২০১৬ শুরু ছবি: দীপু মালাকার-বাংলানিউজটোয়েন্টিফোর.কম

স্বল্পমূল্যে দ্রুত এলটিই বা ফোরজি চালুর প্রত্যয় নিয়ে ‘বাংলাদেশ এলটিই সামিট-২০১৬’ শুরু হয়েছে। রোববার (২৭ নভেম্বর) সকালে রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁ হোটেলে অনুষ্ঠানটি শুরু হয়।

ঢাকা: স্বল্পমূল্যে দ্রুত এলটিই বা ফোরজি চালুর প্রত্যয় নিয়ে ‘বাংলাদেশ এলটিই সামিট-২০১৬’ শুরু হয়েছে।

রোববার (২৭ নভেম্বর) সকালে রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁ হোটেলে অনুষ্ঠানটি শুরু হয়।

বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) এবং অ্যাসোসিয়েশন অব মোবাইল টেলকম অপারেটরস অব বাংলাদেশের (অ্যামটব) আয়োজনে সামিটে অংশ নিচ্ছে টেলিকম অপারেটর, মোবাইল হ্যান্ডসেট ও প্রযুক্তি প্রস্তুতকারক প্রতিষ্ঠানগুলো।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন- বিটিআরসির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আহসান হাবিব খান, ঢাকায় নিযুক্ত সুইডেনের রাষ্ট্রদূত ইয়োহান ফ্রিসেল, এরিকসনের দক্ষিণ এশিয়া অঞ্চলের হেড অব নেটওয়ার্ক সার্ভিসেস ইগর মারসেল, অ্যামটবের মহাসচিব টিআইএম নুরুল কবির।

ফোরজি এলটিই চালুর এখনই সময় জানিয়ে সুইডেনের রাষ্ট্রদূত বলেন, এর খরচ সাশ্রয়ী করতে হবে। তা না হলে টেকসই হবে না। দ্রুত ও সহজেই এলটিই চালুর আহ্বান জানান তিনি।

এখানে অপটিক্যাল ফাইবার ধীরগতির উল্লেখ করে তিনি বিনিয়োগের সুযোগ দেওয়ার আহ্বান জানান।

দিনব্যাপী সামিটে বিভিন্ন সেশনে এলটিইর ওপর প্যানেল আলোচনা, কিনোট পেপার উপস্থাপন করা হবে বলে জানা যায়।

বাংলাদেশ সময়: ১২৫৫ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০১৬
এমআইএইচ/জিপি/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।