প্রযুক্তির অগ্রযাত্রার সাথে তাল মিলিয়ে অনেকেই অনলাইন ব্যবসা করতে চান, কিন্তু বুঝতে পারেন না কিভাবে শুরু করবেন।
আবার অনেকেই ব্যবসা শুরু করলেও সঠিক পরিকল্পনা ও বিপণন (মার্কেটিং) না করার কারণে সফল হতে পারেন না।
আর এই সুযোগ তৈরি করতে ঢাকায় আয়োজন করা হচ্ছে ডিজিটাল মার্কেটিং ও উদ্যোক্তা বিষয়ক সম্মেলন ‘নো-বাউন্স কনফারেন্স ২০১৬’।
আগামী শুক্রবার (০২ ডিসেম্বর) রাজধানীর বিশ্ব সাহিত্য কেন্দ্রে আয়োজিত এই সেমিনারের আয়োজক ডিজিটাল মার্কেটিং সেবাদাতা প্রতিষ্ঠান ডিজিটাল ভাস্ট। পৃষ্ঠপোষক হিসেবে রয়েছে আন্তর্জাতিক পেমেন্ট সিস্টেম পেওনিয়ার।
সম্মেলনে অ্যামাজন অ্যাফিলিয়েট মার্কেটিং, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, অ্যাডসেন্স, কনটেন্ট, ইউটিউব মার্কেটিং, বাংলাদেশের ভবিষৎ ই-কমার্স ব্যবসা ও উদ্যোক্তা বিষয়ে বিভিন্ন গাইডলাইন দেওয়ার পাশাপাশি নিজেদের অভিজ্ঞতা তুলে ধরবেন দেশের শীর্ষস্থানীয় ডিজিটাল মার্কেটিং অভিজ্ঞরা।
সম্মেলনে অংশগ্রহনে আগ্রহীদের অনলাইনে নিবন্ধন করতে হবে।
নো-বাউন্স কনফারেন্সের ওয়েবসাইট (https://event.digitalvast.com/)।
বাংলাদেশ সময়: ১৭৩৬ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০১৬
এসজেডএম