ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

বিজয়ের মাসে সেইবই’এ ছাড়

আইসিটি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪৪ ঘণ্টা, ডিসেম্বর ৩, ২০১৬
বিজয়ের মাসে সেইবই’এ ছাড়

৪৫তম বিজয় দিবস উপলক্ষে ই-বুক অ্যাপ ‘সেইবই’ মূল্য ছাড় দিচ্ছে। তাই বিজয়ের এই মাসে সেইবই এর ই-বুক ভাণ্ডার থেকে ৪৫ শতাংশ ছাড়ে যে কোন বই কিনে মেতে উঠুন উল্লাসে।
 

৪৫তম বিজয় দিবস উপলক্ষে ই-বুক অ্যাপ ‘সেইবই’ মূল্য ছাড় দিচ্ছে। তাই বিজয়ের এই মাসে সেইবই এর ই-বুক ভাণ্ডার থেকে ৪৫ শতাংশ ছাড়ে যে কোন বই কিনে মেতে উঠুন উল্লাসে।

যারা ৩টি বই কিনবেন তাদের জন্য আরও থাকছে উপহার, ফ্রি বই ডাউনলোড। এছাড় ৠাফেল ড্র’র আয়োজনও রয়েছে। তাই আকর্ষণীয় পুরস্কার জিতে নেয়ারও সুবর্ণ সুযোগ রয়েছে।

অফারটি পুরো ডিসেম্বর মাসজুড়ে চলবে।

উল্লেখ্য, বাংলা সাহিত্যকে ডিজিটালাইজেশন করতে নিরলস কাজ করে যাচ্ছে সেইবই’র উদ্যোক্তারা। সেইবই অনলাইন স্টোরের বইগুলো পড়ার জন্য পাঠককে সেইবই রিডার অ্যাপটি মোবাইল বা ট্যাবে ইনস্টল করতে হবে।

অ্যান্ড্রয়েড এবং আইওএস নির্ভর স্মার্টফোন, ট্যাবলেট ব্যবহারকারী পাঠকরা অ্যাপটি ফ্রি ডাউনলোড এবং ইনস্টল করতে পারবেন।
এরপর ব্যবহারকারী বা পাঠক তার ডেবিট, ক্রেডিট, ভিসা, মাস্টার কার্ড, বিকাশ, এমক্যাশ, ইউক্যাশ, রকেট, মাইক্যাশ সহ যেকোনো পেমেন্ট মাধ্যম ব্যবহার করে বই কিনতে পারবেন ।

সেইবই অ্যাপ ইনস্টল করতে ব্রাউজ করুন নিচের লিঙ্কগুলো :
অ্যানড্রয়েড : https://play.google.com/store/apps/details?id=raven.reader
আইফোন : https://itunes.apple.com/us/app/sheiboi/id976937372?mt=8

বাংলাদেশ সময়: ১৯৪১ ঘণ্টা, ডিসেম্বর ০৩, ২০১৬
এসজেডএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।