ঢাকা, রবিবার, ২৭ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

ইউরোপে হুয়াওয়ে স্মার্টফোন

সাব্বিন হাসান, আইসিটি এডিটর | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪৫ ঘণ্টা, আগস্ট ১৬, ২০১১
ইউরোপে হুয়াওয়ে স্মার্টফোন

চীনের সুপরিচিত ব্র্যান্ড হুয়াওয়ে এবার সম্পূর্ণ নিজস্ব মডেলের স্মার্টফোন ছাড়ার আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে। এ উদ্যোগের প্রথম লক্ষ্য যুক্তরাজ্যে।

সংবাদমাধ্যম সূত্র এ তথ্য জানিয়েছে।

অ্যানড্রইড অপারেটিং সিস্টেমযুক্ত নিজস্ব ব্র্যান্ডের মোবাইল ফোন নিয়ে এ যাত্রার কথা হুয়াওয়ের নির্বাহী মহল স্বীকারও করে নিয়েছে। ইউরোপের স্মার্টফোনের বাজার এখন অ্যানড্রইড মুখর।

এ মুহূর্তের অ্যানড্রইডকে পুঁজি করে নতুন অবয়বের স্মার্টফোন নিয়ে চীন এবার ইউরোপের বাজারে নিজের জনপ্রিয়তার অগ্নিপরীক্ষার অবতীর্ণ হতে যাচ্ছে।

যুক্তরাজ্যে হুয়াওয়ের নির্বাহী সহসভাপতি মার্ক জানান, আগামী ১২ মাসের মধ্যে হুয়াওয়ের আন্তর্জাতিক মার্কেট শেয়ার ৪ থেকে ৫ ভাগে উত্তীর্ণ করতে এ উদ্যোগ নেওয়া হয়েছে। মার্কের ভাষ্যমতে, একেবারে পড়ন্ত অবস্থা থেকে খানিকটা ঘুঁরে দাড়াতে চাইছে হুয়াওয়ে। নতুন ব্র্যান্ডের আদলে হুয়াওয়েকে আবারও ঢেলে সাজানো হচ্ছে। এতে মূল সঞ্চালক শক্তি হবে অ্যানড্রইড।

এ মুহূর্তে হুয়াওয়ের ৬৫ ভাগ বাজার চীনের বাহিরে। উল্লেখ্য, চীনের বাহিরে হুয়াওয়ের বিক্রি নিজের দেশের তুলনায় তিনগুণ। এর ফলে হুয়াওয়ে চীনের বাহিরে নিজের ব্র্যান্ডমূল্য তৈরির পরিকল্পনা করেছে।

গার্টনার সূত্র মতে, এ মুহূর্তে অ্যানড্রইড অপারেটিং সিস্টেমযুক্ত স্মার্টফোনের বাজার জনপ্রিয়তা তুঙ্গে। এ শক্তিতে বলিয়ান হয়ে হুয়াওয়ে এবার ইউরোপের বাজারে প্রবেশ করতে যাচ্ছে।

বিশ্বব্যাপী অ্যানড্রইডযুক্ত ডিজিটাল পণ্যের চাহিদা বেড়ে যাওয়ায় হুয়াওয়েও তার নিজের হারানো ব্র্যান্ডমূল্য ফিরে পেতে মাঠে নামছে। এ উদ্যোগের ফলে হুয়াওয়ের ব্র্যান্ডমূল্য বিশ্বের স্মার্টফোনের বাজারে আবারও চাঙ্গা হবে বলে সংশ্লিষ্টরা ধারণা করছেন।

বাংলাদেশ সময় ২১৪৬ ঘণ্টা, আগস্ট ১৬, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।