ঢাকা: ডাক ও টেলিযোগাযোগ বিভাগের দাফতরিক বিভিন্ন কাজের ফাইলে গতিবিধির স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার লক্ষ্যে মনিটরিং সিস্টেম চালু করতে যাচ্ছেন বিভাগের প্রতিমন্ত্রী তারানা হালিম।
সোমবার (১২ ডিসেম্বর) সচিবালয়ে এই কার্যক্রমের উদ্বোধন করবেন প্রতিমন্ত্রী।
প্রতিমন্ত্রীর দফতর থেকে ফাইলগুলোর গতিবিধি মনিটরিং করা হবে বলে জানান ওই কর্মকর্তা।
বিভাগের কাজে গতি আনতে এর আগে তারানা হালিম একটি রেজিস্ট্রার খাতা খুলে ফাইলের মুভমেন্ট নজরদারি করছিলেন।
বাংলাদেশ সময়: ২৩২০ ঘণ্টা, ডিসেম্বর ১১, ২০১৬
এমআইএইচ/আইএ