ঢাকা, রবিবার, ২৭ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

ব্ল্যাকবেরির নতুন মডেল

সাব্বিন হাসান, আইসিটি এডিটর | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২১ ঘণ্টা, আগস্ট ১৮, ২০১১
ব্ল্যাকবেরির নতুন মডেল

অচিরেই ব্ল্যাকবেরির নতুন দুটি মডেল বিশ্ববাজারে আত্মপ্রকাশ করছে। একটি ৯৯০০ মডেল।

অন্যটি ৯৯৩০ মডেল। ব্ল্যাকবেরি সূত্র এ তথ্য জানিয়েছে।

এরই মধ্যে যুক্তরাষ্ট্রের নির্দিষ্ট কিছু গ্রাহক এ দুটি মডেলের ফোরজি (ফোর্থ জেনারেশন) স্মার্টফোন পরীক্ষামূলকভাবে উপভোগ করছেন।

অচিরেই যুক্তরাষ্ট্র ছাড়িয়ে ব্ল্যাকবেরির এ দুটি নব্য আধুনিক মডেল বিশ্ববাজারে বাণিজ্যিকভাবে আত্মপ্রকাশ করবে বলে ব্ল্যাকবেরি সংশ্লিষ্ট সূত্র ঘোষণা করেছে।

তৃতীয় প্রজন্মের স্মার্টফোনে আধিপত্য বিস্তারের পর এবার আসছে চতুর্থ প্রজন্ম জয়ের মিশন। এ যাত্রাতেও কারিগরি দক্ষতা আর সময়ের তারুণ্য চাহিদা পূরণে ব্ল্যাকবেরির অতীত ধারাবাহিকতা অটুট থাকবে বলেই বিশেষজ্ঞদের ধারণা।

বাংলাদেশ সময় ২১২২ ঘণ্টা, আগস্ট ১৮, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।