ঢাকা, রবিবার, ২৭ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

এইচপি টাচপ্যাডের দাম কমেছে

সাব্বিন হাসান, আইসিটি এডিটর | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২০ ঘণ্টা, আগস্ট ২০, ২০১১
এইচপি টাচপ্যাডের দাম কমেছে

এইচপির টাচপ্যাডের দাম কমছে। ওয়েব অপারেটিং সিস্টেমের (ওয়েবওএস) দূর্বলতার কারণে এইচপি তার বাজার জনপ্রিয়তা হারাচ্ছে।

অ্যামাজন সূত্র এ তথ্য জানিয়েছে।

এ মুহূর্তে কানাডার বেস্টবাই সাইটে ১৬ জিবি এইচপি টাচপ্যাডের দাম ৩৯৯.৯৯ থেকে ৯৯.৯৯ ডলারে নেমে এসেছে। আর ৩২ জিবি সংস্করণের দাম ৪৯৯.৯৯ থেকে ১৪৯ ডলারে নেমে এসেছে।

উল্লেখ্য, বেস্টবাই ডটকম (BestBuy.com) সাইটে এ অফার আগামী ২২ আগস্ট পর্যন্ত উপভোগ করা যাবে বলে সাইট সূত্র জানিয়েছে। কনজিউমার পিসি ব্যবসা থেকে এইচপি নিজেদের গুটিয়ে নিতেই এ উদ্যোগ নিয়েছে বিশ্লেষকদের ধারণা।

তবে এ অফার শুধু কানাডার জন্য প্রযোজ্য। যুক্তরাষ্ট্রের জন্য এ অফার বরাদ্দ হবে না। অন্যদিকে অ্যামাজন ডটকম (Amazon.com) সাইটে ১৬ জিবি টাচপ্যাডের দাম ১০০ ডলার এবং ৩২ জিবি টাচপ্যাডের দাম ১৪৯.৯৯ ডলার অফার করা হচ্ছে। এ অফার শুধু অনলাইন বিকিকিনির জন্য প্রযোজ্য।

বাজার থেকে ধীর ধীরে টাচপ্যাড সেলআউট করতেই এইচপি এ ধরনের অফার করছে। সব মিলিয়ে এমন পাওয়া টাচপ্যাড ভক্তদের জন্য নেহাত কম কিছু নয়। তবে এ পেছনে আরও কিছু কারণ থাকতে পারে বলে বিশেষজ্ঞেরা ধারণা করছেন।

বাংলাদেশ সময় ১৮২২ ঘণ্টা, আগস্ট ২০, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।